শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দুরন্ত টিভিতে থাকছে বিশেষ অনুষ্ঠান, ‘আলোর পথযাত্রী’। অনুষ্ঠানটিতে নেপথ্য কন্ঠে দেশাত্মবোধক গান ও কবিতার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবসের শোকগাঁথা বিভিন্ন কোরিওগ্রাফির মাধ্যমে পরিবেশন করা হবে।
স্বাধীনতা যেমন আমাদের অনেক দিয়েছে তেমনি কেড়েও নিয়েছে অনেক কিছু। মহান স্বাধীনতাকে অর্জন করতে গিয়ে আমরা হারিয়েছি জাতির আলোকিত সন্তানদের। সেসব আলোর পথের যাত্রীদের নিয়ে দুরন্ত টিভির এই বিশেষ অনুষ্ঠান ‘আলোর পথযাত্রী’।
‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাহাদাৎ সেতু। নেপথ্যে কন্ঠ দিয়েছেন সুনিপুন বড়ুয়া, মেহজাবিন মৌশি ও কোরিওগ্রাফি পরিবেশন করেছেন চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘ফুলকি’র নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানটি প্রচারিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবসে (১৪ ডিসেম্বর), সকাল ৭টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টায়।