মহান বিজয় দিবসে দুরন্ত টিভির বিশেষ আয়োজন নৃত্যানুষ্ঠান ‘লাল সবুজের বিজয়’। অনুষ্ঠানটিতে নেপথ্য কন্ঠে দেশাত্মবোধক গান ও কবিতার সাথে বিজয় দিবসের বিজয়গাঁথা বিভিন্ন কোরিওগ্রাফির মাধ্যমে পরিবেশন করা হবে।
মহান স্বাধীনতার আদর্শ ও চেতনায় শিশুদের উদ্বুদ্ধ করতে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘লাল সবুজের বিজয়’। বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। নেপথ্যে কন্ঠ দিয়েছেন সুনিপুন বড়ুয়া, মেহজাবিন মৌশি ও কোরিওগ্রাফি পরিবেশন করেছেন সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা কালচারাল সেন্টার’-এর নৃত্যশিল্পীরা। প্রচারিত হবে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার), দুপুর ১২টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টায়।
আমাদের মুক্তির গান
মহান বিজয় দিবসে দুরন্ত টিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের মুক্তির গান’। অনুষ্ঠানটিতে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঘুরতে আসা চার বন্ধুর দেখা হয়ে যায় ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র শিল্পী শাহীন সামাদের সাথে। গল্পে গানে উঠে আসে ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’ নামক সংগঠনটির গড়ে ওঠার ইতিহাস। জানা যায় কীভাবে একঝাঁক তরুণ সংগ্রামী তাদের মুক্তির গানের মাধ্যমে এদেশের স্বাধীনতাকামী মানুষদের মুক্তির আশা জাগিয়েছেন। ‘আমাদের মুক্তির গান’ প্রচারিত হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়।

এছাড়াও মহান বিজয় দিবসে আরো থাকছে- সকাল ৭টায় নৃত্যানুষ্ঠান ‘মুক্তি’, বিকাল ৪টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’, সকাল ১০টায় সিনেমা ‘মানুষ’ ও রাত ১০টায় সিনেমা ‘পাঠশালা’।