যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত জনপ্রিয় বাংলাদেশী সংগীতশিল্পী জন কবির সম্প্রতি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে গিটার বাজিয়ে শোনানোর এক দারুণ অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই বিশেষ মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল!
গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুইন্সে ‘ঠিকানা গ্রুপ’-এর আয়োজনে মেয়র মামদানির সমর্থনে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠান হয়। সেখানেই প্রধান অতিথি মেয়র মামদানির উপস্থিতিতে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের নেতৃত্ব দেন জন কবির।
প্রায় ৪০ মিনিটের বেশি সময় ধরে চলা এই আয়োজনে গায়ক রুহিন হোসেনের কণ্ঠে শোনা যায় জনপ্রিয় গান ‘হাই হোপস’। আর সেই গানের সঙ্গেই গিটার বাজান জন কবির।
এই অভিজ্ঞতা প্রসঙ্গে জন কবির সংবাদমাধ্যমকে জানান, মেয়র মামদানির সামনে পারফর্ম করাটা ছিল ‘ভীষণ আনন্দের’। তার মনে হয়েছে যেন, ‘ভাই-ব্রাদারের সামনে গিটার বাজাচ্ছি।’ তিনি আরও বলেন, মেয়রের ভাবনা-চিন্তার সঙ্গে ‘হাই হোপস’ গানটির মিল থাকায় তিনিও গানটি খুব উপভোগ করেছেন।
ভবিষ্যতে মেয়র জোহরান মামদানির সঙ্গে কিছু কাজ করার পরিকল্পনা চলছে বলেও জানান এই শিল্পী। উল্লেখ্য, সেদিন মেয়রের সমর্থনে দেড় লাখ ডলারেরও বেশি অর্থ তহবিল সংগ্রহ হয়।