রণবীর সিং অভিনীত নতুন বলিউড ছবি ‘ধুরন্ধর’ ভারতে বক্স অফিসে বিপুল সাফল্য পেলেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিষেধাজ্ঞার মুখে পড়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ভারতে ২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।
বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোর কর্তৃপক্ষ ছবিটির মুক্তি আটকে দিয়েছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, এই দেশগুলোর আপত্তি মূলত ‘ধুরন্ধর’-এর ‘পাকিস্তানবিরোধী থিম’ নিয়ে।
উপসাগরীয় দেশগুলোর কর্তৃপক্ষ ছবিটির পাকিস্তান-বিরোধী বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে। একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ছবিটি ‘পাকিস্তানবিরোধী চলচ্চিত্র’ হিসেবে বিবেচিত হওয়ায় এই আশঙ্কা আগেই ছিল। এমন চলচ্চিত্র এর আগেও এই অঞ্চলে মুক্তির অনুমতি পায়নি। প্রযোজনা দল চেষ্টা করলেও দেশগুলো ছবিটির থিম অনুমোদন করেনি।
নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, ‘ধুরন্ধর’ হলো একটি স্পাই থ্রিলার যার পটভূমি পাকিস্তানে। ছবিটির গল্প হামজা আলি মাজারি নামে এক রহস্যময় ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত, যিনি লিয়ারি অঞ্চলের রহমান ডাকাতের গ্যাংয়ে অনুপ্রবেশ করেন।
ছবিতে রণবীর সিং ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবন এবং সারা অর্জুন।
ছবিটি ভারতে দারুণ ব্যবসা করেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk-এর রিপোর্ট অনুসারে- ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। ২৭৪ দশমিক ২৫ কোটি রুপি।
সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রশংসা পেলেও, চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে এটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ছবিটির রিভিউ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।