মহান বিজয় দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়— এটি বাঙালির আত্মপরিচয়, সংগ্রাম আর গৌরবের চিরন্তন প্রতীক। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনটি প্রতিবছরই নতুন করে নাড়া দেয় দেশপ্রেমের অনুভূতিকে। এ দিনটিতে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের মতো করে ভালোবাসা আর শ্রদ্ধা জানান স্বাধীন বাংলাদেশের প্রতি।
এবারের বিজয় দিবসেও ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন একেবারেই আলাদা এক আবহে। ভবিষ্যৎ বাংলাদেশের প্রতীক হিসেবে নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে তুলে দিয়েছেন লাল-সবুজের জাতীয় পতাকা। মা-ছেলের সেই স্নিগ্ধ মুহূর্তের ছবি শেয়ার করে বুবলী লিখেছেন— ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’ ছোট্ট এই বার্তাতেই যেন ধরা পড়েছে আগামী প্রজন্মের হাতে দেশ তুলে দেওয়ার অঙ্গীকার।
অন্যদিকে, জয়া আহসান বিজয় দিবসকে দেখেছেন আরও গভীর দৃষ্টিতে। তার কাছে বিজয় শুধু একটি দিন নয়, বরং একটি চলমান সংগ্রামের নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া লেখেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করে তিনি আরও বলেন, সেই ঋণ শোধের প্রকৃত উপায় হবে একটি ন্যায্য, সাম্যের বাংলাদেশ গড়ে তোলা— যেখানে প্রতিটি মানুষের মর্যাদা সমান।
সংক্ষিপ্ত অথচ আন্তরিক বার্তায় বিজয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও। তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’ অল্প কথায় হলেও এই শুভেচ্ছায় ছিল গভীর ভালোবাসা আর সম্মান।
তারকাদের এসব বার্তা মনে করিয়ে দেয়— বিজয় দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি অনুভবের, স্মরণের এবং দায়িত্ব নেওয়ার দিন। শোবিজ তারকারা যখন নিজেদের আবেগ আর উপলব্ধির কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন, তখন সেই বার্তা আরও বহু মানুষের হৃদয়ে পৌঁছে যায়।
লাল-সবুজের এই দিনে তাই তারকাদের কণ্ঠেও শোনা যায় একই সুর— বাংলাদেশকে ভালোবাসার, মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার আর আগামীর জন্য একটি সুন্দর দেশ গড়ার প্রত্যয়।