Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৫: যে সকল তারকাদের জীবনে প্রেম পরিণত হলো বিয়েতে

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৮:২২

বছরের শেষটা সব সময়ই ফিরে তাকানোর। কী পেলাম, কী হারালাম—এই হিসাবের মধ্যেই ধরা পড়ে সময়ের গল্প। ২০২৫ সাল বাংলাদেশের শোবিজ অঙ্গনের জন্য তেমনই এক বছর, যেখানে কাজের সাফল্যের পাশাপাশি আলোচনায় এসেছে তারকাদের ব্যক্তিগত জীবন। প্রেম, সম্পর্ক আর পরিণয়ের গল্পে ভরপুর ছিল পুরো বছরটি। কেউ বহুদিনের ভালোবাসাকে দিলেন সামাজিক স্বীকৃতি, কেউ আবার নতুন করে শুরু করলেন জীবন।

নতুন বছরের শুরুতেই চমক তাহসানের

২০২৫ সালের শুরুতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নতুন বছরের রেশ কাটতে না কাটতেই, ৪ জানুয়ারি তিনি বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। খুবই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ব্যক্তিগত জীবনে এটি তাহসানের দ্বিতীয় বিয়ে— এর আগে তিনি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এই নতুন অধ্যায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভক্তমহলে বেশ কয়েক দিন ধরে চলেছে আলোচনা।

বিজ্ঞাপন

১৩ বছরের নীরব সম্পর্কের পরিণয় মেহজাবিন ও আদনান

ভালোবাসা দিবস মানেই প্রেমের গল্প, আর ২০২৫ সালে সেই দিনটিই হয়ে ওঠে বিশেষ এক তারকা জুটির জন্য। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের ইতি টানেন পরিণয়ের মাধ্যমে। ১৪ ফেব্রুয়ারি তারা বিয়ে করলেও বিষয়টি প্রকাশ্যে আনেন ২৪ ফেব্রুয়ারি। লুকোচুরি আর নীরব ভালোবাসার এই দীর্ঘ সময় শেষে তাদের বিয়ে যেন ভক্তদের কাছেও এক প্রত্যাশিত সুখবর হয়ে আসে।

অতীত পেছনে ফেলে নতুন পথচলা শবনম ফারিয়ার

অভিনেত্রী শবনম ফারিয়ার ব্যক্তিগত জীবনও ২০২৫ সালে পায় নতুন মোড়। প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর, সেপ্টেম্বরে তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। তার জীবনসঙ্গী তানজিম তৈয়ব, যিনি একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। রাজশাহীর বাসিন্দা তানজিমের সঙ্গে ফারিয়ার বিয়ে সম্পন্ন হয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে। এই বিয়ে যেন ফারিয়ার জীবনে নতুন করে স্বপ্ন দেখার সাহস এনে দেয়।

মজার আড়াল থেকে বাস্তবের সিদ্ধান্ত শামীম হাসানের

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার বরাবরই রসিক মানুষ হিসেবে পরিচিত। বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই ঠাট্টা করতেন তিনি। তাই চলতি বছরের এপ্রিলে যখন তার বিয়ের খবর আসে, তখন অনেক ভক্তই বিষয়টি বিশ্বাস করতে পারেননি। পরে সব ধোঁয়াশা কাটিয়ে শামীম জানান, ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতির সঙ্গেই তিনি সংসার শুরু করেছেন। মজার আড়াল থেকে বাস্তব জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল তার ভক্তদের জন্য এক আনন্দের খবর।

সহকর্মী থেকে জীবনসঙ্গী জামিল ও মুনমুন

অভিনয়ের সূত্রেই পরিচয়, সেখান থেকে ভালো লাগা—আর শেষ পর্যন্ত পরিণয়। এমনই গল্প নিয়ে ২০২৫ সালে বিয়ে করেন অভিনেতা জামিল হোসেন। ৬ এপ্রিল তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মুনমুন আহমেদর সঙ্গে। একসঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে। কাজের জায়গা থেকে ব্যক্তিগত জীবনে—এই যাত্রা শোবিজে খুব পরিচিত হলেও, প্রতিবারই তা নতুন করে আগ্রহ তৈরি করে।

বিয়ের বছর শোবিজের জন্য

সব মিলিয়ে ২০২৫ সাল ছিল বাংলাদেশের বিনোদন অঙ্গনের জন্য এক বিশেষ বছর। দীর্ঘ এক দশকের প্রেম, নীরব সম্পর্ক, ভাঙা সংসার থেকে নতুন শুরু—সব ধরনের গল্পই জায়গা করে নিয়েছে এই বছরের পাতায়। ক্যামেরার সামনে যাদের দেখে দর্শক হাসে-কাঁদে, তাদের বাস্তব জীবনের এই নতুন অধ্যায় ভক্তদের মনেও ছড়িয়ে দিয়েছে ভালো লাগা।

ভালোবাসার পথে আগামীর প্রত্যাশা

বছর শেষে দাঁড়িয়ে বলা যায়, ২০২৫ শুধু কাজের সাফল্যের নয়—এটি ছিল সম্পর্কের স্থায়িত্বের বছর। পর্দার প্রিয় তারকাদের বাস্তব জীবনের এই নতুন পথচলা আগামী দিনগুলোতেও প্রেম, স্থিরতা আর সুখে ভরে উঠুক—এমনটাই প্রত্যাশা বিনোদনপ্রেমীদের।

বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর