Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার বছর পর ফিরছে বিটিএস

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬ ১৮:২৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস প্রায় চার বছর পর ভক্তদের সামনে ফিরছে। তাদের নতুন অ্যালবাম আগামী ২০ মার্চ মুক্তি পাবে বলে জানিয়েছে ব্যান্ডটির এজেন্সি বিগহিট মিউজিক।

বিটিএস-এর সাত সদস্য— আরএম, জিন, সুগা, জো-হোপ, জিমিন, ভি এবং জাংকুক—২০২২ সালে ‘প্রুফ’ অ্যালবাম প্রকাশের পর দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবাতে যোগ দিয়েছিলেন। এর ফলে চার বছর ব্যান্ডের কর্মকাণ্ড স্থগিত ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন অ্যালবামের পাশাপাশি ওয়ার্ল্ড ট্যুর-এর আয়োজন করা হবে। ব্যান্ড সদস্যরা জানিয়েছেন, নতুন গানগুলো ভক্তদের জন্য চমকপ্রদ হবে। আরএম বলেছেন, ‘নতুন গানগুলো খুব দারুণ হচ্ছে! সবাই অনেক পরিশ্রম করছে। আপনারা অনেক বড় কিছুর জন্য প্রস্তুত থাকুন।’

বিজ্ঞাপন

সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক বলেন, ‘আমার মনে হয় এবারের বসন্ত আমাদের সবার জন্য অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’ ২০২৫ সালের জুনের মধ্যে সাত সদস্যই সামরিক সেবা শেষ করে ঘরে ফিরেছেন।

‘বাটার’, ‘ডায়নামাইট’, ‘ফেক লাভ’ সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা এই ব্যান্ডটি আবার ভক্তদের মন জয় করতে প্রস্তুত।