Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপুর ‘দুর্বার’ প্রত্যাবর্তন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬ ১৮:২২

ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস এবার বড় পর্দায় ফিরছেন নতুন শক্তিশালী রূপে। দীর্ঘ বিরতির পর তিনি হাজির হচ্ছেন থ্রিলার ঘরানার সিনেমা ‘দুর্বার’ নিয়ে, যা রোজার ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমার নতুন পোস্টার ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল সৃষ্টি করেছে। পোস্টারে অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে রহস্যময় এক লুকে—চেহারায় রক্তের দাগ, মুখে হালকা হাসি এবং দুই হাত প্রসারিত করে নাচের ভঙ্গি। ভক্তরা বলছেন, ‘এ রূপে অপু যেন পুরো সিনেমার গল্পটাই চোখের সামনে ফুটিয়ে তুলেছেন।’

সিনেমার নায়ক হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে, যিনি অপুর সঙ্গে নতুন রসায়নে ভক্তদের মন জয় করতে প্রস্তুত। চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু’র গল্পে রয়েছে থ্রিলার ও রহস্যের সমাহার, যেখানে জান্নাতুল নূর ও সানজু জন সহ আরও গুরুত্বপূর্ণ চরিত্ররা সিনেমাটিকে সমৃদ্ধ করেছেন।

বিজ্ঞাপন

প্রযোজনা ও নির্মাণ সংক্রান্ত দল মনে করছেন, ঈদের উৎসবের আবহে এই থ্রিলারধর্মী সিনেমা দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদনের সুযোগ করে দেবে। বিশেষ করে অপুর দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন এবং সজলের সঙ্গে তার নতুন রসায়নকে সিনেমার মূল আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে।

বর্তমানে শুটিং শেষ পর্যায়ে রয়েছে এবং রোজার ঈদের আগেই সব কারিগরি কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই ঈদে বড় পর্দায় যে অভিজ্ঞতা দর্শক পাবেন, তা শুধুই বিনোদন নয়—এক ধরনের রহস্যময় উত্তেজনা, যা চোখে দেখলে মনে রাখার মতো হবে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর