Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের উচ্ছ্বাসে প্রেমের গুঞ্জনে নোরা ফাতেহি ও আশরাফ হাকিমি!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৫৩

বলিউডের নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এবং মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির প্রেমের গুঞ্জন নেটদুনিয়ায় ধুন্ধুমার করছে। আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এ মরক্কোর সমর্থনে গ্যালারিতে উপস্থিত হয়ে নোরা যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন।

নোরা সামাজিক মাধ্যমে তার উল্লাস প্রকাশ করেছেন এবং নেটিজেনরা লক্ষ্য করেছেন হাকিমি নোরা’র পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন। যদিও এখন পর্যন্ত এই সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও গুঞ্জন ইতিমধ্যেই ভাইরাল।

মরক্কো বংশোদ্ভূত নোরা ফাতেহি বলিউডে তার নৃত্য এবং অভিনয়ের কারণে কোটি দর্শকের প্রিয়। অন্যদিকে আশরাফ হাকিমি বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। দীর্ঘদিন ধরে নোরা’র প্রেমের বিষয়টি আলোচনায় থাকলেও হাকিমির সঙ্গে সাম্প্রতিক ঘনিষ্ঠতা এটিকে আরও জোরালো করেছে।

বিজ্ঞাপন

নোরা ও হাকিমির এই সম্ভাব্য সম্পর্ক কতোটা সত্যি, তা এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি, উল্লাস আর একে অপরের পোস্টে প্রতিক্রিয়া নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

বলিউডের নায়িকাদের ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার বিষয় হয়ে থাকে। নোরা ফাতেহির এই নতুন গুঞ্জনও তার ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা এবং আলোচনা সৃষ্টি করেছে। ভক্তরা এখন আগ্রহভরে অপেক্ষা করছেন নোরা নিজেই কখন এই সম্পর্ক নিয়ে কথা বলবেন।

প্রিয় ফুটবলারের খেলা দেখার জন্য নোরা যে মরক্কো উড়েছেন, সেটি শুধু সমর্থন নয় কি প্রেমের ইঙ্গিতও? সময়ই বলবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার রমরমা মন্তব্য আর ভাইরাল ছবি নিশ্চিত করেছে, নোরা ফাতেহি ও আশরাফ হাকিমি এখন বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত জুটির একটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর