Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অ্যাভাটার ৪’-এ থাকবেন মিশেল ইয়ো

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬ ১৮:১৭

হলিউডের রঙিন দুনিয়ায় কিছু নাম থাকে, যাদের উপস্থিতি মানেই বাড়তি উত্তেজনা। মিশেল ইয়ো তেমনই এক নাম। মার্শাল আর্ট থেকে শুরু করে দার্শনিক সাই-ফাই—সব ঘরানায় নিজেকে প্রমাণ করা এই অস্কারজয়ী অভিনেত্রী এবার পা রাখতে পারেন জেমস ক্যামেরনের স্বপ্নের জগৎ প্যান্ডোরায়।

দীর্ঘদিন ধরেই জেমস ক্যামেরনের ইচ্ছা ছিল মিশেল ইয়োর সঙ্গে কাজ করার। সেই ইচ্ছা পূরণ না হলেও এবার তা বাস্তবের খুব কাছাকাছি। সব পরিকল্পনা ঠিকঠাক চললে ‘অ্যাভাটার ৪’-এ দেখা যেতে পারে তাকে—এমনই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং ক্যামেরন।

তাইওয়ানের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘আমরা যদি অ্যাভাটার ৪ বানাতে পারি, তাহলে মিশেল অবশ্যই সেই সিনেমায় থাকবে।’ এই একটি বাক্যই যথেষ্ট—ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেওয়ার জন্য।

বিজ্ঞাপন

মিশেল ইয়ো মানেই শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক প্রতীক। ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, ‘মেমোয়ার্স অব আ গেইশা’ কিংবা সাম্প্রতিক সময়ের আলোচিত ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’— প্রতিটি সিনেমায় তিনি ভেঙেছেন বয়স, ভাষা আর জাতিগত বাঁধা। অস্কার জয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন বিশ্ব সিনেমার এক শক্তিশালী কণ্ঠস্বর।

তিনি সেই নির্মাতা, যিনি গল্প বলতে গিয়ে সময়ের সীমা মানেন না, প্রযুক্তিকে বানান কল্পনার ডানা। ‘টাইটানিক’ থেকে ‘অ্যাভাটার’— প্রতিটি কাজেই তিনি তৈরি করেছেন নতুন মানদণ্ড। এই দুই সৃজনশীল শক্তির সম্ভাব্য মিলন তাই স্বাভাবিকভাবেই বড় খবর।

অ্যাভাটারের ভবিষ্যৎ—সব কিছু কি নির্ভর করছে বক্স অফিসে?

অ্যাভাটার সিরিজের গল্প শেষ হওয়ার কথা মোট পাঁচটি কিস্তিতে। এর মধ্যে তিনটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং প্রতিটিই ছুঁয়েছে বিলিয়ন ডলারের মাইলফলক। তবে তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির আগে কিছুটা অনিশ্চয়তা ছিল—এত বড় বাজেটের সিনেমা আদৌ প্রত্যাশা পূরণ করতে পারবে কি না।

সেই দুশ্চিন্তা আপাতত অনেকটাই কেটে গেছে। কারণ, মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বজুড়ে করেছে প্রায় দেড় বিলিয়ন ডলার ব্যবসা। এই সাফল্য ধরে রাখতে পারলে চতুর্থ ও পঞ্চম কিস্তি নির্মাণে আর তেমন বাধা থাকার কথা নয়।

ক্যামেরনের পরিকল্পনা অনুযায়ী, অ্যাভাটার ৪ ও ৫ একসঙ্গেই শুট হওয়ার সম্ভাবনা রয়েছে—ঠিক যেমনটি হয়েছিল দ্বিতীয় ও তৃতীয় পর্বের ক্ষেত্রে।

সব ঠিক থাকলে মিশেল ইয়োকে দেখা যাবে পাকটুয়েলাট নামের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। নাভি জাতির এই চরিত্রটি গল্পে কী ভূমিকা রাখবে— তা আপাতত রহস্যই থাকছে। তবে ধারণা করা হচ্ছে, এটি হবে প্যান্ডোরার রাজনীতি ও ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক উপস্থিতি।

এখনো সবকিছুই নির্ভর করছে পরিকল্পনা ও বক্স অফিসের গতিপথের ওপর। তবে একটি বিষয় নিশ্চিত— যদি সত্যিই প্যান্ডোরার নীল জগতে মিশেল ইয়োর পদচারণা ঘটে, তাহলে অ্যাভাটার সিরিজ পাবে নতুন মাত্রা, আর দর্শকরা পাবেন আরেকটি স্মরণীয় সিনেম্যাটিক অভিজ্ঞতা।

প্যান্ডোরার আকাশে কি তবে উঠছে নতুন এক তারকা? উত্তরের অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

‘অ্যাভাটার ৪’-এ থাকবেন মিশেল ইয়ো
১৯ জানুয়ারি ২০২৬ ১৮:১৭

নেটওয়ার্ক ছাড়াই হবে জরুরি কল!
১৯ জানুয়ারি ২০২৬ ১৮:০৮

আরো

সম্পর্কিত খবর