Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব


২৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

‘দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে পাঠ্যবই পড়ে আমাদের শিশুরা বড় হয়, সেই পাঠ্যবইয়ের কোথাও চলচ্চিত্র সংক্রান্ত কিছুই নেই। এ কারণেই হয়তো আমরা এতোটা চলচ্চিত্র বিমুখ।’

চার দিনব্যাপী শিশু চলচ্চিত্র উৎসবের আগের দিনের সংবাদ সম্মেলনে আয়োজকদের মুখে শোনা গেলো এমন আক্ষেপ।

চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. সাজেদুল ইসলাম বলেন, ‘পাঠ্যবইয়ে চলচ্চিত্র অন্তর্ভুক্ত করার এখনি সময়। পাঠ্যবই তৈরির সময় চলচ্চিত্রকে গুরুত্ব দিতে হবে।’

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীও বললেন একই কথা। তিনি বলেন, ‘পাঠ্যবইয়ে চলচ্চিত্রকে যুক্ত করার পাশাপাশি চলচ্চিত্রে সরকারের সহায়তার পরিমাণও বাড়াতে হবে। শিল্পে গুরুত্ব না দিলে দেশের সামষ্ঠিক চিন্তার উন্নতি হবে না।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয় বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী সকল শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে চার দিনের শিশু চলচ্চিত্র উৎসব। দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারাদেশে আয়োজন করেছে ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭’। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মানোয়ার।

উৎসবে দেখানো হবে শিশুতোষ ও শিশু নিমার্তাদের নির্মিত ৪০টি ছবি। এছাড়া শিশুতোষ চলচ্চিত্র ও শিশু নির্মাতাদের চলচ্চিত্র উভয়ক্ষেত্রে পৃথকভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হবে।

সারাবাংলা/টিএস/পিএম

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর