Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অদেখালোকে রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা


১ অক্টোবর ২০১৮ ১৭:২৫ | আপডেট: ১ অক্টোবর ২০১৮ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষ্ণা রাজ কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। সোমবার (১ অক্টোবর) সকালে কৃষ্ণার মৃত্যুর খবর জানান তার ছেলে রণধীর কাপুর।

রণধীর সংবাদ সংস্থাকে বলেন, ‘আজ ভোর পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমার মা কৃষ্ণা রাজ কাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত সমস্যা ছিল তার। আমরা গভীর ভাবে শোকাহত।’

রণবীর কাপুর, কারিনা কাপুর খান, কারিশমা কাপুরের দাদি কৃষ্ণা। কৃষ্ণাকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের অনেক তারকা।

আমির খান লিখেছেন, ‘রাজ কাপুর ছিলেন সিনেমা তৈরির ইনস্টিটিউশন। আর কী ভাবে জীবনে বাঁচতে হয় তার প্রতিষ্ঠান ছিলেন কৃষ্ণাজি।’

বিজ্ঞাপন

অনুপম খের টুইট করেছেন, ‘কৃষ্ণাজির আত্মার শান্তি কামনা করি।’ সোহা আলি খান বলেছেন, ‘আমি যে কয়েকবার তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, তা আমার স্মৃতিতে থাকবে।’

৩০ ডিসেম্বর, ১৯৩০-এ জন্ম হয় কৃষ্ণার। ১৯৪৬-এ রাজ কাপুরের সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণার ৷ তাদের পাঁচ সন্তান। ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর, ঋতু নন্দা এবং রিমা কাপুর ৷ চেম্বুর শ্মশানে কৃষ্ণার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে৷

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

তনুশ্রীর অভিযোগে বলিউডে গরম হাওয়া

প্রশংসিত পূজা

ভোট সংখ্যায় গড়মিল, পুনরায় চলছে গণনা

‘চোখের সামনে ইন্দ্রনীলের চেহারা ভেসে ওঠে’

মন্টিতে মুগ্ধ সা রে গা মা পা

ঐশীর মাথায় সেরা সুন্দরীর মুকুট


আরো দেখুন :

লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ

https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY

কৃষ্ণা রাজ কাপুর বণবীর কাপুর রাজ কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর