বিজ্ঞাপন

‘চোখের সামনে ইন্দ্রনীলের চেহারা ভেসে ওঠে’

October 1, 2018 | 12:28 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

বাংলাদেশের সিনেমায় তৃতীয়বারের মতো অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সিনেমার নাম ‘নন্দিনী’। এটি পরিচালনা করেছেন ছোটপর্দার নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল। এটি তার প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই তিনি মুম্বাই থেকে উড়িয়ে নিয়ে এসেছেন ইন্দ্রনীলকে। টানা দশদিন শুটিং চলেছে ঢাকা ও চট্রগ্রামের বিভিন্ন জায়গায়। পরিতোষ বাড়ৈর ‘নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।


আরও পড়ুন :  মন্টিতে মুগ্ধ সা রে গা মা পা


সিনেমার নায়ক হিসেবে কেনো একজন ভারতীয় অভিনেতাকে নির্বাচন করা হলো? এমন  প্রশ্নের উত্তরে সোয়াইবুর রহমান রাসেল সারাবাংলাকে বলেন-

‘একটি উপন্যাস থেকে সিনেমাটি নির্মাণ করছি। যখন লেখক উপন্যাসটি আমার কাছে দেন তখন সেটি পড়ে প্রথমেই আমার চোখের সামনে ইন্দ্রনীলের চেহারা ভেসে ওঠে। তারপর আমি প্রযোজককে বলি। তিনি রাজি হন। তারপর উপন্যাসটি তাকে পাঠাই। তিনি পড়ার পর আমাকে ডাকেন। আমি মুম্বাই যাই।’

বিজ্ঞাপন

যতটুকু জানি এই সিনেমায় ইন্দ্রনীল একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। এরকম চরিত্রে অভিনয় করার মতো অভিনেতা বাংলাদেশে ছিলো না? এমন প্রশ্নের জবাবে পরিচালকের ব্যাখ্যা-

‘অবশ্যই আছে। আমি আসলে প্রথমে ইন্দ্রনীলকে দেখে ফেলেছি। আমার সিনেমার গল্পের চরিত্রটির সঙ্গে সে পুরোপুরি মিলে যায়।’

বিজ্ঞাপন

‘নন্দিনী’ সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে এক নারীকে নিয়ে। নিয়তির কাছে হেরে যাওয়া এক সংগ্রামী নারীর গল্প। সেই নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নাজিয়া মৌ। এটি তার প্রথম চলচ্চিত্র।

প্রথম লটের শুটিং শেষে ইন্দ্রনীল ফিরে গেছেন মুম্বাইয়ে। একমাস পর দ্বিতীয় লটের শুটিং করতে আবার তিনি বাংলাদেশে আসবেন। সিনেমার কাজ শেষ করতে চার-পাঁচ মাস লেগে যাবে। সবকিছু ঠিকটাক থাকলে আগামী বছরের যে কোনও সময় এটি মুক্তি পাবে বলে জানান পরিচালক।


আরও পড়ুন :  ঐশীর মাথায় সেরা সুন্দরীর মুকুট


সারাবাংলা/আরএসও/পিএম

বিজ্ঞাপন

আরো দেখুন :

লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন