Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাতা ইমনের পিতৃবিয়োগ


৩ জানুয়ারি ২০১৮ ১২:৫৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৮ ১৩:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

বাবা হারালেন নির্মাতা আবু শাহেদ ইমন। ছেলেকে দেখতে বাবা আবুল কাশেম বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। মাঝপথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরপারে পাড়ি জমান তিনি।

এ হৃদয়বিদারক ঘটনা ঘটে গত ৩০ ডিসেম্বর। ইমন জানাচ্ছেন, প্রথমে তাকে নরসিংদী জেলা হসপিটালে নেওয়া হয়। চিকিৎসকরা জরুরীভিত্তিতে ঢাকায় আনার পরামর্শ দেন। এ্যাম্বুলেন্সযোগে ঢাকা পৌঁছানোর ২০-২৫ মিনিট পর পরলোক গমন করেন তিনি।

সেই রাতেই দাফনের জন্য মরদেহ সুনামগঞ্জের ট্যাকেরঘাটে নেয়া হয়। পরদিন বাদ জোহর জানাযা শেষে ট্যাকেরঘাটের কবরস্থানে দাফন করা হয়।

‘জালালের গল্প’ দিয়ে এদেশে পরিচিতি পাওয়া নির্মাতা আবু শাহেদ ইমন আন্তর্জাতিকভাবেও সমাদৃত। পিতার রুহের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ইমন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেবিএন/পিএ