Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ অক্টোবর থেকে নতুন তুর্কি সিরিয়াল


৩ অক্টোবর ২০১৮ ১৭:২৯

জান্নাত

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

গত কয়েক বছর ধরে বাংলায় ডাবিংকৃত টিভি সিরিজ দেশের দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার দেশের টিভি চ্যানেলে আসছে আন্তার্জাতিক পুরস্কারপ্রাপ্ত তুর্কি সিরিয়াল ‘জান্নাত’। ১৪ অক্টোবর থেকে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে সিরিয়ালটি।

দীর্ঘ ধারাবাহিকটির গল্প যেমন একটি নিখাদ পারিবারিক, তেমনি বর্তমান সময়েরও। কোরিয়ান জনপ্রিয় ধারাবাহিক ‘টিয়ার্স অব হ্যাভেন’র কাহিনী অবলম্বনে ‘জান্নাত’ পরিচালনা করেছেন তুর্কি নির্মাতা সাদুল্লাহ জেলেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ারটি প্রচারিত হয়েছে তুরস্কের শীর্ষস্থানীয় চ্যানেল ‘এটিভি’তে।

গল্পে একটি এতিম মেয়ের জীবনসংগ্রামের নানা চিত্র উঠে এসেছে। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি একসময় স্থপতি হয়ে তার স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরি পান। তখন তিনি ভাবেন তার জীবনের দুঃখ-দুর্দশা হয়তো দূর হতে শুরু করেছে। কিন্তু উল্টো তার জীবনে নতুন করে জটিলতা সৃষ্টি হয়। তাকে ফেলে যাওয়া মা আবারও ফিরে আসে তার জীবনে। তবে ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়ে। অন্যদিকে মেয়েটির জীবনে যে প্রেম আসে, সেখানেও প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার বোন।

সিরিয়ালটি বাংলাদেশে নিয়ে এসেছে ‘বঙ্গ’। ডাবিং করেছে ‘প্ল্যাটফর্ম’। পুরো ডাবিং প্রক্রিয়া তত্ত্বাবধান করেছেন ‘সুলতান সুলেমান’ খ্যাত দীপক সুমন।

সারাবাংলা/পিএ

জান্নাত তুর্কি সিরিয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর