শোকে স্তব্ধ শিল্পী-ভক্তরা
১৮ অক্টোবর ২০১৮ ১৪:৫৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
হঠাৎ করেই শোকে স্তব্ধ সংগীতাঙ্গন। কারণ দেশের ব্যান্ড লেজেন্ডে আইয়ুব বাচ্চু আর নেই। আজ (১৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় রাজধানীর স্কয়ার হসপিটালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। খবর শুনে অসংখ্য ভক্ত ছুটে যান সেখানে। এসেছিলেন জনপ্রিয় সংগীত শিল্পীরাও। আইয়ুব বচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তাদের অনেকেই।
রফিকুল আলম, সংগীতশিল্পী: আজ বাংলা সংগীত জগতের কাল একটি দিন। বাচ্চু মারা যাওয়ায় আমাদের অপূরণীয় ক্ষতি হলো।
আঁখি আলমগীর, সংগীতশিল্পী: শুধু বাংলাদেশেই নয় সারাবিশ্বে আইয়ুব বাচ্চুর অসংখ্য ভক্ত রয়েছে। আমিও তার গান অনেক পছন্দ করি। ভক্ত আমি নিজেই। সবাইকে বলব আইয়ুব বাচ্চুর জন্য দোয়া করতে।
মামুনুর রশীদ, নাট্যব্যক্তিত্ব: একজন প্রকৃত শিল্পী তৈরি হয় না, শিল্পী জন্মায়। যে সব শিল্পীদের কারণে ব্যান্ড সংগীত সম্মৃদ্ধ হয়েছে তার মধ্যে আইয়ুব বাচ্চু একজন। খুব অল্পতেই চলে গেলেন তিনি। কয়েকদিন আগে অন্নপূর্ণা দেবী মারা গেছেন ৯১ বছর বয়সে। সেই হিসেবে বাচ্চু আরও অনেক দিন বাঁচতে পারত। আরও কিছু দিতে পারত বাচ্চু।
সুমন পাটোয়ারি, অভিনেতা: আমার শুরু সাংবাদিকতা দিয়ে। এরপর অভিনয়ে আসি। আমার অভিনয়ে আসার পেছনে বাচ্চু ভাই প্রেরণা দিয়েছিলেন। তাছাড়া আমি তার ভক্তও। তার গান শুনেই প্রেমে পড়েছি।
সারাবাংলা/পিএ