Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষাদের ১০ এ ১০, ২ নম্বর কম দিলো নিনিত


২৭ অক্টোবর ২০১৮ ১৭:৪৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নিষাদ-নিনিতকে চেনেন না বাংলাদেশে এমন পড়ুয়া খুঁজে পাওয়া দুস্কর। হুমায়ূন আহমেদের শেষ দিকের রচনাগুলোতে ঘুরে ফিরেই এসেছে এই দুটি নাম। বিশেষ করে ‘কাঠ পেন্সিল’, ‘বলপয়েন্ট’, ‘ফাউন্টেন পেন’ বই তিনটিতে নিষাদ ও নিনিতের নানা রকমের ছেলেমানুষির বর্ণনা দিয়েছেন দেশের নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ।

জনপ্রিয় এই লেখকের এ পুত্রদ্বয় সেদিন তাদের মা মেহের আফরোজ শাওনের সঙ্গে বসে ‘দেবী’ সিনেমাটি দেখেছে। সঙ্গে ছিলেন জয়া আহসানও। ছবিটি দেখে শাওন-হুমায়ূনের বড় ছেলে নিষাদ দশে দশ দিয়েছে। মা শাওনও প্রশংসা করেছেন দেবীর। তবে নিনিত সঙ্গে সঙ্গেই কোন মন্তব্য করেনি। কিছু সময় পর ছবিটিকে সে দশে আট দিয়েছে। কারণ দেবী দেখে নাকি ভয়ে দুদিন ঘুমোতে পারবে না হুমায়ূন আহমেদের কনিষ্ঠ পুত্র।

মজার এই ঘটনাটি নিয়ে দেবীর অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন জয়া আহসান। তিনি লেখেন, ‘নিষাদ দিয়েছে ১০ এ ১০। কিন্তু নিনিত ২ নম্বর কেটে রেখেছে। ‘দেবী’ দেখে ভয় পেয়েছে যে! বেচারা নাকি সারা রাত ঘুমুতে পারবে না।’

জয়া আরও লিখেন, ‘অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা তোমাদের দুজনের জন্য। সেই সাথে মেহের আফরোজ শাওন, আপনাকেও; আমাদের ‘দেবী’ চলচ্চিত্রের পাশে থাকবার জন্য ‘সি তে সিনেমা’র পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা।’

প্রসঙ্গত, মিসির আলি সিরিজের প্রথম বই ‘দেবী’। এই বইটি থেকেই সিনেমা বানিয়েছেন অনম বিশ্বাস। বাংলাদেশ সরকারের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। সেই সঙ্গে ‘রানু’ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। আর মিসির আলি হয়েছেন চঞ্চল চৌধুরী।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

নিষাদ দিয়েছে ১০ এ ১০। কিন্তু নিনিত ২ নম্বর কেটে রেখেছে ? ‘দেবী’ দেখে ভয় পেয়েছে যে! বেচারা নাকি সারা রাত ঘুমুতে পারবে না…

Posted by Debi – Misir Ali Prothombar on Saturday, 27 October 2018

জয়া দেবী নিনিত নিষাদ মিসির আলি মেহের আফরোজ শাওন

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর