বিদ্যা হচ্ছেন শকুন্তলা দেবী
৬ ডিসেম্বর ২০১৮ ১৩:২৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ভারতের ‘মানব কম্পিউটার’ হিসেবে পরিচিত শকুন্তলা দেবী। অসাধারণ গণনা ক্ষমতার কারণে তিনি ১৯৮২ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন। তার জীবন কাহিনীর ওপর এবার বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। আর এতে তার চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।
আরও পড়ুন : তারেক মাসুদকে গুগলের সম্মাননা
এরইমধ্যে বিদ্যা সিনেমায় অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি পরিচালনা করবেন আনু মেনন। প্রযোজনা করবেন রনিস্ক্রিওয়ালা।
বিশেষ সূত্রের বরাত দিয়ে মুম্বাই মিরর জানিয়েছে, ‘ সিনেমার গল্পটি বিদ্যার কাছে অনুপ্ররেণামূলক মনে হয়েছে। সেকারণে যখন আনু তাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেন তখন তিনি রাজি হয়ে যান। পরিচালক সিনেমাটি নিয়ে অনেক বেশি গবেষণা করছেন। চিত্রনাট্য শেষের দিকে রয়েছে।’
এদিকে বিদ্যা বালান তেলেগু আরও একটি বায়োপিক সিনেমায় অভিনয় করছেন। অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং রাজনীতিক এনটি রামার বায়োপিক সিনেমা সেটি। এতে তাকে দেখা যাবে এনটি রামার স্ত্রীর চরিত্রে। এর আগে বিদ্যা দক্ষিনী অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেন।
সারাবাংলা/আরএসও/এএসজি
আরও পড়ুন : ডিসেম্বরে নয়, পয়লা বৈশাখে আসছে ‘সঞ্জীব চৌধুরী’