Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কাঙ্গালিনী সুফিয়া


৬ ডিসেম্বর ২০১৮ ১৭:০৫

কাঙ্গালিনী সুফিয়া

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ব্রেন স্টোক করেছেন দেশের নামকরা লোক সংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। গত ৪ ডিসেম্বর তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। তারপর তাকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।


আরও পড়ুন :  অস্কার উপস্থাপনা করবেন কেভিন হার্ট


সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন কাঙ্গালিনী সুফিয়ার নাতনি রাবেয়া আক্তার চুমকি। তিনি বলেন, ‘উনি (কাঙ্গালিনী সুফিয়া) ভালো নেই। ডাক্তার কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা করছেন। কোন ভালো খবর দিতে পারছেন না।’

বাউল গানের এই কীর্তিমান শিল্পীকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। চুমকি জানান, আগেও প্রধানমন্ত্রী তার চিকিৎসা সহায়তা করেছিলেন। তারা আশা করছেন আবারও যেন প্রধানমন্ত্রী কাঙ্গালিনী সুফিয়ার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন।’

কাঙ্গালিনী সুফিয়া ১৯৬১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির উপজেলার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৪ বছর বয়সে তিনি তার সংগীত জীবন শুরু করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক ডিজি মুস্তাফা মনোয়ার তাকে কাঙ্গালিনী উপাধি প্রদান করেন। তারপর থেকে তিনি সুফিয়া খাতুন থেকে দেশব্যাপী কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিত হন।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

এক সপ্তাহে ৫০০ কোটির ক্লাবে ‘২.০’

১৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘জন্মভূমি’

বিদ্যা হচ্ছেন শকুন্তলা দেবী

তারেক মাসুদকে গুগলের সম্মাননা


কাঙ্গালিনী সুফিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর