Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিখ অক্ষয়ের নায়িকা চূড়ান্ত


১০ জানুয়ারি ২০১৮ ২০:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

‘প্যাডম্যান’ ছবির প্রচারণার মধ্যেই চমকে দিয়েছিলেন বলিউড স্টার অক্ষয় কুমার। ‘কেসারি’ ছবিতে শিখ যোদ্ধার লুকের ছবিটি টুইট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অভিনেতা।

অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন কে? উৎকণ্ঠা ছিল সবার। বুধবার সেই আগ্রহ মেটালেন ‘কেসারি’ ছবির প্রযোজক করণ জোহর। টুইটারে অল্প কথায় তিনি ভক্ত-দর্শকদের জানান, ‘কেসারি ছবির প্রধান অভিনেত্রী পরিনীতি চোপড়া।’

২০১৭ সালের অন্যতম ব্যবসা সফল সিনেমা ‘গোলমাল’ ছবির নায়িকা পরিনীতি। ‘কেসারি’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর পেয়ে অনেকেই মনে করছেন ২০১৮ টাও ভালোই যাবে এই অভিনেত্রীর।

বিজ্ঞাপন

‘সিং ইজ কিং’ ও ‘সিং ইজ ব্লিং’এর পর তৃতীয়বারের মতো শিখ চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির শিখ সৈন্যদের সঙ্গে আফগানদের যুদ্ধ, যা  ‘ব্যাটেল অব সারাগারিহ’ নামে পরিচিত, সেই যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিহ হচ্ছে ছবিটি। পরিচালনা করছেন অনুরাগ সিং।

সারাবাংলা/পিএ

 

বিজ্ঞাপন

আবারও কমতে পারে তাপমাত্রা
২২ জানুয়ারি ২০২৬ ১১:১২

আরো