।। এন্টারটেইনমেন্ট করেপন্ডেন্ট ।।
একসঙ্গে জুটি বেঁধে অক্ষয় ও ক্যাটরিনা একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বলিউডের এই জুটিকে সবশেষ দেখা যায় ‘তিস মার খান’ ছবিতে। তাও আট বছর আগের কথা। দর্শক চাহিদা থাকলেও এরপর আর এই দুই তারকাকে এক পর্দায় দেখা যায়নি।
সেকারণেই হয়তো আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। ‘সূর্যভাসি’ শিরোনামের একটি ছবিতে দেখা যাবে বলিউডে এই দুই বড় তারকাকে। ছবিটি পরিচালনা করবেন রোহিত শেঠি। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।
আরও পড়ুন : দুই ঘরানার দুই ছবি স্টার সিনেপ্লেক্সে
এ প্রসঙ্গে রোহিত শেঠি জানান, ‘এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে। অক্ষয়-ক্যাটরিনাকে নিয়ে কাজ করতে পারাটা ভালো লাগার বিষয়। আমার পছন্দের অভিনয়শিল্পীর মধ্যে তারা দুজনও আছেন।’
ক্যাটরিনা এখন ‘ভারত’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তিনি সালমান খানের বিপরীতে অভিনয় করছেন। ভারত-এর শুটিং শেষ করে ক্যাটরিনা নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবেন। বর্তমানে ‘সূর্যভাসি’ সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে।
সারাবাংলা/আরএসও/পিএম