কলকাতার হইচই-এ বাংলাদেশি ছয় তারকার ওয়েব ছবি
৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
কলকাতার জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ হইচই ভালোবাসা দিবসে পাঁচটি ওয়েব ছবি প্রচার করবে। পাঁচ পরিচালকের পাঁচটি গল্পের এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘পাঁচফোড়ন’। এই পাঁচটি ওয়েব ছবির মধ্যে তিনটিতেই অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনয়শিল্পীরা। দুটি ওয়েব ছবি পরিচালনা করেছেন বাংলাদেশি পরিচালক।
‘প্রেম ছাড়ানোর গোপন উপায়’ শিরোনামের ওয়েব ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে অণির্বান ভট্টাচার্য্য এবং বিক্রম চ্যাটার্জীকেও দেখা যাবে। পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।
আরও পড়ুন : আইরিনের ‘ধোঁকা’
পরিচালকের সঙ্গে এটি জয়া আহসানের প্রথম কাজ। আন্তন চেকভের প্রেমের ছোটগল্প থেকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বলে জানা গেছে।
সিয়াম ও নাবিলা জুটি হয়ে কাজ অভিনয় করেছেন ‘লিলিথ’ ওয়েব ছবিতে। দীপঙ্কর দীপন পরিচালনা করেছেন এটি। ৪০০ বছরের পুরনো ঢাকা শহরের ভবিষ্যৎ নিয়ে নির্মিত হতে হয়েছে ‘লিলিথ’। এতে সিয়াম আহমেদ অভিনয় করেছেন একজন কমেডিয়ানের চরিত্রে। তার প্রেমিকার চরিত্র অভিনয় করেছেন নাবিলা।
এছাড়া তৌকির আহমেদ নির্মাণ করেছেন ‘বিরহ উত্তর’ ওয়েব ছবিটি। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান আর আবুল হায়াত। প্রেমের গল্পের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ওয়েব সিরিজটির কাহিনী।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন এই ওয়েব ছবিগুলো প্রচার করা হবে।
সারাবাংলা/আরেএসও/পিএম
আরও পড়ুন :
. অভিনয়ে ফিরলেন মল্লিকা শেরাওয়াত
. বাপ্পা-সুস্মিতা’র ‘মেঘের চিঠি’
. মি টু অভিযোগকে ‘শকিং’ বললেন মাধুরী
. আত্মজীবনী লিখছেন প্রিয়াংকা চোপড়া
. বদলে যাচ্ছে ভারতের পাইরেসি আইন
. অন্তর্জালে আসিফ আকবর-ডলি সায়ন্তনীর ‘ভালোবাসি জানটা’
. শেষ লড়াইয়ে নাফিসা আলী
. চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি
. দেশের ঊর্ধ্বে কিছুই নেই, দেশের জন্য কাজ করবো: সুবর্ণা মুস্তাফা
. বলিউডের পঙ্কজ ‘ঢাকা’য়!