Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উনত্রিশ বছর পর সিক্যুয়াল ভাবনা


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডের জনপ্রিয় ছবি তো বটেই একইসঙ্গে তুমুল ব্যবসা সফল সিনেমা ‘দিল’। ছবিটিতে অভিনয় করেছিলেন আমির খান ও মাধুরী। ছবিতে আমির-মাধুরীর সৌন্দর্য এবং অভিনয়- দুই-ই চোখে লেগে আছে দর্শকদের। ছবিটি মুক্তি পায় ১৯৯০ সালে।

২৯ বছর পর সেই ছবির সিক্যুয়াল নির্মাণের ভাবনা শুরু হয়েছে। আর এই ভাবনা শুরু করেছেন ‘দিল’ ছবির পরিচালক ইন্দ্র কুমার।


আরও পড়ুন :  ভালোবাসা দিবসে তাহসানের ‘তুমিময় লাগে’


ইন্দ্র কুমার পরিচালিত নতুন ছবি ‘টোটাল ধামাল’। ছবিটির প্রচারের কাজে বিভিন্ন জায়গায় ঘুরছে ‘টোটাল ধামাল’ টিম। সেরকমই একটি প্রচারণায় গিয়ে ‘দিল’ ছবির সিক্যুয়াল নির্মাণের কথা জানিয়েছেন ইন্দ্র কুমার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার হাতে এখন ছয়টি চিত্রনাট্য আছে। যার মধ্যে দিল ছবির সিক্যুয়াল একটি। ছবিটির নাম হতে পারে ‘দিল এগেইন’। তবে এখন আমি শুধুই টোটাল ধামাল নিয়ে ভাবছি। তাছাড়া আমি জানিনা আমার পরবর্তী ছবি আসলে কোনটি।’

‘দিল’ ছবির সিক্যুয়ালের নির্মাণের কথা অনেকদিন ধরেই গুঞ্জন হয়ে উড়ছে বলিউডে। ছবিটি মুক্তির পর এতটাই জনপ্রিয় হয় যে তেলেগু, উড়িষ্যা, কর্নাটক এবং বাংলাদেশে ছবিটি নির্মিত হয়েছে।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   সনি হলের নতুন নাম ‘স্টার সিনেপ্লেক্স সনি’

.   ‘বাঘি থ্রি’তে চূড়ান্ত শ্রদ্ধা কাপুর

.   নাগরিকত্ব বিলের প্রতিবাদে ‘ভারতরত্ন’ প্রত্যাখ্যান

.   নতুন ছবিতে নতুন মিথিলা


আমির খান দিল মাধুরী সিক্যুয়াল

বিজ্ঞাপন

রিয়েলমি ফোনে মূল্যছাড়
১০ জুলাই ২০২৫ ১৭:২৭

আরো

সম্পর্কিত খবর