Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহির ব্যাংকক যাত্রা


১৯ জানুয়ারি ২০১৮ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

মাহিয়া মাহি যাচ্ছেন ব্যাংকক। নতুন সিনেমার কাজ নাকি একান্ত ব্যক্তিগত সফর? প্রশ্ন শুনেই হাসলেন মাহি। জানালেন, সিনেমা বা ব্যক্তিগত কাজ নয় তার এই হঠাৎ যাত্রার কারণ নাচ! ঢাকা অ্যাটাক খ্যাত এই নায়িকাকে ব্যাংককের অনুষ্ঠানে নাচতে দেখা যাবে।

আগামী ২১ জানুয়ারি সংগীত প্রতিভা অন্বেষণমূলক রিয়ালিটি শো ‘ফিজআপ-চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ব্যাংককের পাতায়া সমুদ্র সৈকতে। এখানেই পারফর্ম করবেন মাহিয়া মাহি ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ।

মাহিয়া মাহি বলেন, ‘নতুনদের সঙ্গে পারফর্ম করে সব সময় আনন্দ পাই। স্টেজ শোতে একটা থ্রিল থাকে। রিয়ালিটি শোতে সেই থ্রিলটা আরো বেশি থাকে। এবারের অনুষ্ঠানটি নিয়ে আমি আশবাদি।’

বিজ্ঞাপন

সেরা নাচিয়ে থেকে বিভিন্ন সিজনে বিজয়ী হওয়া বেশ কয়েকজন নৃত্যশিল্পীও এবারের গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করবে। এরা হলেন হৃদি শেখ, সামিয়া অথৈ, পারসা ইভানা, সিনথিয়া ইয়াসমিন, মিম চৌধুরী, মন্দিরা ও রিয়া। এছাড়া গান পরিবেশন করবেন সংগীতশিল্পী ইমরান ও কোনাল। পুরো আয়োজনে নৃত্যভাবনা ও পরিচালনা করবেন ইভান শাহরিয়ার সোহাগ।

সারাবাংলা/টিএস/এলটিই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর