Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১৯


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দুই মাস বিলম্বে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসবের দ্বাদশ আসর। সাত দিনব্যাপী এই উৎসব শেষ হবে মার্চের ৮ তারিখে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ। এছাড়া উপস্থিত ছিলেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সংগঠনের সভাপতি ও কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল ও উৎসব পরিচালক আবির ফেরদৌস।


আরও পড়ুন :  বেঙ্গালুরু উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’


সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে ঢাকার মোট ৪টি ভেন্যুতে ৩২টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এবং প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

গণগ্রন্থাকারের শওকন ওসমান মিলনায়তন, জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল মিলনায়তন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্র উপভোগ করা যাবে। উৎসবে চলচ্চিত্র দেখা যাবে বিনামূল্যে।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

.   জয় শাহরিয়ারের নতুন গানে কামরুজ্জামান রাব্বি

.   কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান ইনারিতু

.   যে ছবির মাধ্যমে মিলছেন সালমান-বানসালি

.   ধ্রুব এষের কথায় আজম খানকে শ্রদ্ধা

.   বিশ্বাস, অবিশ্বাস আর আতঙ্কের আভাস দিলো ‘সাপলুডু’

.   করণ-এ ফিরলেন কারিনা


আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১৯


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর