Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে আগুন: দুরন্ত টিভি ও রেডিও টুডে’র সম্প্রচার বন্ধ


২৮ মার্চ ২০১৯ ১৬:৫৫ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে আগুন লাগায় পাশের ভবনে থাকা দুরন্ত টিভি ও রেডিও টুডে’র সম্প্রচার বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন ওই ভবনের বেশ কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে।

এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ করতে যোগ দিয়েছে বিমানবাহিনী, নৌবাহিনীর সদস্যরা। আগুনে নেভাতে কাজ করছে হেলিকপ্টারও।


আরও পড়ুন :  আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী!


দুরন্ত টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, বনানী অগ্নিকাণ্ডের কারণে দুরন্ত টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা দ্রুত সম্প্রচারে ফিরে আসব।

বিজ্ঞাপন

এছাড়া নিরাপত্তা ঝুঁকি থাকায় আউয়াল সেন্টারে কার্যক্রম চালানো রেডিও টুডে’র কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনটিতে বহুজাতিক প্রতিষ্ঠানের একাধিক কার্যালয় আছে। একই সঙ্গে গার্মেন্টের বায়িং হাউসসহ বিভিন্ন কার্যালয় রয়েছে।

সারাবাংলা/একে


আরও পড়ুন :

.   বিশ কেজি ওজন কমাবেন আমির খান

.   বিয়েটা এবার সেরেই ফেলছেন তারা

.   শাকিবকে শ্রাবন্তীর শুভেচ্ছা

.   দিদির সঙ্গে দেখা করলেন ভাই

.   চলচ্চিত্রের মন্দ দিন, সুপারস্টারের জন্মদিন


আগুন এফআর টাওয়ার দুরন্ত টিভি বনানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর