Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুহম্মদ খসরু চলচ্চিত্র অধ্যায়ন কেন্দ্র গঠনের উদ্যোগ


৩১ মার্চ ২০১৯ ১৯:৩৬

বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরু। সবাইকে কাঁদিয়ে ১৯ ফেব্রুয়ারি তিনি পারি জমান না ফেরার দেশে। তাকে স্মরণ করতে ২৯ মার্চ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয় ‘মুহম্মদ খমরু’র স্মরণ-সভা।

বাংলাদেশ ফিল্ম সোসাইটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত স্মরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুহম্মদ খসরুর ভাই, বন্ধু, সহকর্মী, অগ্রজ-অনুজ চলচ্চিত্র কর্মী।

বিজ্ঞাপন

আলোচকরা সবাই তাদের বক্তব্যে জানান মুহম্মদ খসরুর শেষ ইচ্ছার কথা। ‘ফিল্ম স্টাডি সেন্টার’ প্রতিষ্ঠা করার খুব ইচ্ছা ছিল তার। সেই স্বপ্ন পূরণ করার উদ্যোগ নেওয়ার কথা দৃঢ়ভাবে বলেছেন বক্তারা।


আরও পড়ুন :  হঠাৎ মা হওয়ার খবর দিলেন অ্যামি জ্যাকসন


সবার বক্তব্য শেষে দুটি লিখিত সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়, মুহম্মদ খসরু চলচ্চিত্র অধ্যায়ন কেন্দ্র গঠন এবং অক্টোবর মাসে বাংলাদেশ চলচ্চিত্র সংসদের ৫৬ বছর পূর্তিতে ‘মুহম্মদ খসরু স্মারক গ্রন্থ’ প্রকাশ করা হবে।

মুহম্মদ খসরু চলচ্চিত্র অধ্যায়ন কেন্দ্র প্রতিষ্ঠা বিষয়ে এরইমধ্যে একাধিকবার সভা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ২০১৮ সালের ১১ আগস্ট ‘মুহম্মদ খসরু চলচ্চিত্র অধ্যায়ন কেন্দ্র’ নামকরণ এবং ২০১৮ সালের ১৬ নভেম্বর প্রতিষ্ঠানটি পরিচালনার একটি খসড়া তৈরি করা হয়েছে। এই দুই সভাতেই উপস্থিত ছিলেন মুহম্মদ খসরু।

মুহম্মদ খসরুর মৃত্যুর পর ২০১৯ সালের ২৩ মার্চ তার পরিবার ও রোহিতপুরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুহম্মদ খসরু ট্রাস্ট গঠনের উদ্যোগ ও একটি উপদেষ্টা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সহযোগিতায় এরইমধ্যে রোহিতপুরে মুহম্মদ খসরুর বাড়িতেই মুহম্মদ খসরু চলচ্চিত্র অধ্যায়ন কেন্দ্র-এর পঞ্চাশ ভাগ অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

সারাবাংলা/পিএ/এটি


আরও পড়ুন :

.   ১৪ বছরে বাংলাভিশন

.   পুলিশের সাত চরিত্রে অপূর্ব

.   বৈশাখের আগেই শুরু হচ্ছে ‘রিকশা গার্ল’ ছবির শুটিং

.   বিয়ের জন্য প্রস্তুত সোনাক্ষী


মুহম্মদ খসরু মুহম্মদ খসরু চলচ্চিত্র অধ্যায়ন কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর