এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
গত শনিবার (২০ জানুয়ারি) বাংলাদেশে এসে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে গেছেন কলকাতার পরিচালক অরিন্দম শীল। কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করবেন তিনি।
দেশের অভিনয় শিল্পী আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নওশাবাসহ সিনেমায় অভিনয় করবেন কলকাতার পার্ণো মিত্র, যীশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জি ও ঋত্বিক চক্রবর্তী। যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি।
এসব ঘোষণার চার দিন পরেই প্রকাশ পেলো সিনেমার প্রথম ঝলক। বুধবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় সিনেমার পোস্টার।
যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির অনুমতি নিয়ে ফেব্রুয়ারিতেই সিনেমার শুটিং করতে চান পরিচালক।
ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন শুভ-তিশা। আর নওশাবার এটি প্রথম যৌথ-প্রযোজনার সিনেমা। নির্মাতা অরিন্দম শীল পরিচালিত নবম সিনেমা ‘বালিঘর’।
সারাবাংলা/পিএ/পিএম