দেশের বর্ষীয়ান লেখক রাবেয়া খাতুন। বরাবরই বিশেষ দিবসে চ্যানেল আইতে প্রচারিত হয় তার গল্প থেকে নাটক। চ্যানেলটির এবারের ঈদ আয়োজনেও থাকছে রাবেয়া খাতুনের গল্প নিয়ে বিশেষ নাটক।
নাটকের নাম মমি। রাবেয়া খাতুনের গল্পের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন দেশের আরেক বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া।
মমি নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে ঈদের ২য় দিন রাত ৭.৪০ মিনিটে।
সারাবাংলা/পিএম