নাটক নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে ঈদ আয়োজন
২৬ মে ২০১৯ ১৭:৩০
টেলিভিশনে ঈদ আয়োজন নিয়ে থাকে নানা প্রস্তুতি। নাটকসহ নানা ধারনের আয়োজন থাকে ছোট পর্দায়। এতদিন দর্শকদের এটাই ছিল সম্বল।
এরপর শুরু হলো অনলাইনে নাটক প্রকাশ। ঈদ উপলক্ষে অনলাইনে নাটক প্রকাশের পাশাপাশি আসছে ঈদুল ফিতরে থাকছে নাটক নিয়ে ঈদ আয়োজন। প্রিয় তারকা, অনবদ্য অভিনয় বিভিন্ন সময় আর নানা জীবনের গল্প নিয়ে নির্মিত নাটক দেখা যাবে অনলাইনেই। বর্ণাঢ্য এই ঈদ আয়োজন থাকছে ধ্রুব টিভিতে।
ব্যতিক্রমী এই আয়োজনে থাকছে চারপাশে ঘটে যাওয়া সত্য, সহজ, সাবলীল-সুন্দর এবং সৌকর্যের গল্প নিয়ে নাটক। সময়ের আলোচিত নির্মাতাদের পরিচালনায় প্রচার হবে ৭টি নাটক। ঈদের দিন থেকে প্রতিদিন একটি করে নাটক প্রচার হবে এখানে।
আরও পড়ুন : কয়েক সিঁড়ি উঠলেই ওয়াইফাই: কী বলতে চাইছে প্যারাসাইট?
নাটকগুলো হলো শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ‘বাউন্ডুলে’। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মম এবং আলিফ।
‘আঙুলে আঙুল’ নাটকটির গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন তাহসান খান এবং নুসরাত ইমরোজ তিশা।
আরফান নিশো এবং তানজিন তিশা জুটির নাটক ‘দ্য এন্ড’। রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।
ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘প্রথম প্রেমই শেষ প্রেম নয়’। রোমান্টিক এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তিশা।
কাজল আরেফিন অমি’র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘দ্য টেইলর’। আরফান নিশো এবং সাবিলা নূরের অভিনয়ে এই নাটকটিও দেখা যাবে ধ্রুব টিভিতে।
ফজলুল সেলিমের রচনা ও পরিচালনায় ‘গুড বয়’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুই করিম।
রাফাত মজুমদার রিংকু’র রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘টান’। এতে অভিনয় করেছেন জোভান এবং টয়া।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের ঈদ নাটক
. কানের সেরা ছবি কোরিয়ার প্যারাসাইট, তারান্তিনো ফিরলেন খালি হাতে
. ১২০তম নজরুল জয়ন্তীতে দিনভর নজরুল বন্দনা
. চলচ্চিত্র শিল্পী সমিতি: মেয়াদ শেষ, নেই নির্বাচনের তোড়জোড়
. স্বজনপ্রীতি চাপ বা বিনিময়ের অভিযোগ ভিত্তিহীন: নাসির উদ্দীন ইউসুফ