ঘ্রাণ শুঁকে অতীত বর্তমান বলে দেন জোভান!
৩০ মে ২০১৯ ১৬:৩২
ঈদুল ফিতরকে কেন্দ্র করে নানা রকম গল্পের নাটক নির্মাণ করেছেন পরিচালকেরা। দর্শকদের ভিন্ন রকমের স্বাদ দিতে কারো চেষ্টার কমতি নেই।
যেমন অভিনেতা জোভান একটি নাটকে অভিনয় করেছেন অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী এক মানুষের চরিত্রে। জোভান বলে দিতে পারেন মানুষের অতীত বর্তমান। তবে মুখ দেখে নয়, ঘ্রাণ শুঁকে।
ঘ্রাণ শুঁকে সব কথা বলে দিতে পারে জন্য জোভানকে ডাকা হয় ঘ্রানুষ নামে। আর সেখান থেকেই একক নাটকের নাম ‘ঘ্রানুষ’। রণক ইকরামের রচনা ও এস আর মজুমদারের পরিচালনায় নাটকটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। এছাড়াও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মিষ্টি জোহা, রিসার্ত।
নাটকে জোভান সারক্ষণ বিভিন্ন কিছুর ঘ্রাণ নিতে থাকে। ঘটনাচক্রে তার সঙ্গে পরিচয় হয় সাফা কবিরের। তৈরি হয় রহস্য ও জটিলতা। ভিন্ন মোড়ে ঘুরে যায় গল্প।
নাটক প্রসঙ্গে জোভান বলেন, ‘এই ঈদে আমি চেষ্টা করেছি বেশ কিছু ভিন্নধর্মী গল্পে কাজ করার। ঘ্রানুষ এরকমই একটি গল্প। গতানুগতিক প্রেম ভালোবাসার বাইরের একটি গল্প এটি।’
ফ্যাক্টর থ্রি সল্যুশনের পরিবেশনা ও সাউন্ডটেক এর প্রযোজনায় নাটকটি এই ঈদে নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে।
সারাবাংলা/পিএ