Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাটমানি’ নিয়ে নচিকেতার নতুন রাজনৈতিক গান


২২ জুন ২০১৯ ১৬:৩৭

‘কাটমানি’ ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে আছে। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় তার দলের নেতাদের ‘কাটমানি’র টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর থেকেই এ নিয়ে চলছে রাজনৈতিক বিক্রিয়া। চাপের মুখে পড়ছেন তৃণমূলের অনেক নেতা-নেত্রী।
মমতার ঘোষণা আসার পর ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। এবার সেই দলে যোগ দিলে কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী নচিকেতা। জীবনমুখি গানের এই শিল্পী গাইলেন কাটমানি নিয়ে—
খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি,
এসেছে সময়… ফেরত দিন, আসছে দিন…।

বিজ্ঞাপন

নচিকেতার নতুন এই গান ইতিমধ্যেই স্যোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়েছে। গান শুনে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এতদিন তৃণমূলের প্রতি সহানুভূতিশীল নচিকেতা কি তবে নিজের রাজনৈতিক রং বদলেছেন?
নচিকেতা অবশ্য এসব ভাবনাকে পাত্তা দিচ্ছেন না। তিনি বলছেন, নচিকেতা রাজনীতির লোক নন। তিনি রাজনীতির ঊর্ধ্বে। তাছাড়া  এমন গান তিনি এই প্রথম লিখেছেন ব্যাপারটা তেমনও নয়।
‘যখনই পরিস্থিতি এসেছে আমি লিখেছি। সত্যি কথাটা জোর দিয়েই বলেছি।’ পরিষ্কার জবাব নচিকেতার।

বিজ্ঞাপন

রাজনীতির মাঠ থেকে শিল্পীর কন্ঠে। ‘কাটমানি’ প্রসঙ্গ ভালোই জেঁকে বসেছে পশ্চিমবঙ্গে।

ভারতীয় গণমাধ্যম অবলম্বনে
সারাবাংলা/পিএম

 

কাটমানি গান তৃণমূল কংগ্রেস নচিকেতা মমতা বন্দ্যোপাধ্যায়

বিজ্ঞাপন

২৫ নভেম্বর ঢাকায় সংহতি সমাবেশ
২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর