Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণরা চেয়ারে বসিয়ে দিলেন নিজেদের মধ্যবয়স


৩০ জুন ২০১৯ ১৬:২৫

সাতজন মানুষ দুটি সারিতে। একদল দাড়িয়ে আছে, অন্যরা চেয়ারে বসে। একটু ভালো করে খেয়াল করলেই মজাটা খেয়াল করা যাবে। দাঁড়িয়ে থাকা সাতজন এবং বসে থাকা সাতজন আসলে একই মানুষ। অর্থাৎ চরিত্র একই, শুধু বয়সের পার্থক্য।

দাড়িয়ে থাকা সাতজন মূলত সাত বন্ধু। তরুণ বয়সে তারা একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়তেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়েছে তা দেখা যাবে সিনেমায়। ছবির নাম ‘ছিছোরে’।


আরও পড়ুন :  দুই ধাপে হবে চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন


ছবিতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধাকাপুরসহ অনেকে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক নিতেশ তিউয়ারি এই ছবির পরিচালক। যিনি ‘দঙ্গল’ নির্মাণ করে খ্যাতি পেয়েছেন।

ছবিতে দেখানো হবে সাত বন্ধুর ১৯৯২ সাল থেকে বর্তমান জীবনের নানা ঘটনা। চলতি বছরের আগস্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি ছবিটির কিছু ভিডিও প্রকাশ পেয়েছে অনলাইনে। সেগুলো মূলত বিহাউন্ড দ্য সিনের ভিডিও। ভিডিওগুলো প্রকাশ করেছেন পরিচালক নিজেই। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে রোমান্টিক–কমেডি ঘরানার সিনেমা হবে এটি। ছবিটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালা।

সারাবাংলা/পিএ/আরএসও


আরও পড়ুন :

.   ধর্মের কারণে অভিনয় ছাড়ছেন জায়রা ওয়াসিম

.   ‘সিংহাম’ ছবির রিমেক হবে শাকিব খানের ‘ফাইটার’

.   ত্রাসের দেখা মিললো ট্রেইলারে

.   ভরসা হারাচ্ছে আমদানিকৃত বাংলা ছবি


ছিছোরে বলিউড শ্রদ্ধা কাপুর সিনেমা সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর