Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক হ্যাক নয়, নিজেই বলিউড ছাড়ার স্ট্যাটাস দিয়েছেন জায়রা


১ জুলাই ২০১৯ ১৭:৩৫

ধর্ম বিশ্বাসে প্রভাব ফেলায় সিনেমা জগতকে বিদায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এসব জানান। তারপর থেকে গণমাধ্যমগুলোতে জায়রাকে নিয়ে চর্চা শুরু হয়। তার এমন সিদ্ধান্তে কেউ কেউ তাকে স্বাগত জানালেও অনেকে বিষয়টি মানতে পারছেন না। বলিউডের অনেকে মনে করছেন, জায়রা ভুল সিদ্ধান্ত নিয়েছেন।

তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একজন অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিতে পারেন না বলে বিশ্বাস জায়রার অনুরাগীরা। তাদের মতে, ফেসবুক স্ট্যাটাসটি জায়রা দেননি। কোনো অসাধু ব্যক্তি ফেসবুক নিজের নিয়ন্ত্রণে নিয়ে এমন স্ট্যাটাস দিয়েছে। এমন আশঙ্কা যখন ডানামেলতে শুরু করেছিল ঠিক তখন সেটির ডানা ভেঙে দিলেন জায়রা ওয়াসিমের ম্যানেজার তুহিন মিশ্রা।

বিজ্ঞাপন

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে তুহিন মিশ্রা বলেন, ‘আমরা কখনো বলিনি যে, জায়রা ওয়াসিমের ফেসবুক হ্যাক হয়েছে। ফেসবুক স্ট্যাটাসটি জায়রা ওয়াসিম নিজেই দিয়েছেন।’

সিনেমাতে কাজ না করতে চাওয়ার কারণ হিসেবে তিনি লিখেছেন—‘সিনেমায় কাজ করার জন্য আমি ধর্ম (ইসলাম) পালনে সময় দিতে পারছি না। আমার হাতেই আমার ধর্ম হুমকিতে পড়েছে।’

ফেসবুকে জায়রা ওয়াসিম তার লেখা শুরু করেছেন আনন্দের বার্তা দিয়ে। বলিউডে তার শুরুটাই অনেক ঝলমলে। তিনি নিজেই স্বীকার করেছেন যে, তিনি নতুন প্রজন্মের রোল মডেল হয়ে উঠছিলেন। কিন্তু তারপরও তিনি বলিউড ছেড়ে দিতে চান।

জায়রা লিখেছেন, পাঁচ বছর পর আমার স্বীকার করতেই হচ্ছে যে আমি আসলে এই (বলিউড) জীবনে সুখি না। বলিউডে আমি সবার সাহায্য পেয়েছি। কিন্তু এই পথটা সম্পূর্ণ অজ্ঞতায় ভরা। এখানে হয়ত আমি থাকতে পারব, কিন্তু আমি আমার ঈমান থেকে অনেক দূরে চলে যাব। আমি আলোর পথে থাকতে চাই।’

বিজ্ঞাপন

বলিউডে ‘দঙ্গল’ ছবির মাধ্যমে অভিষেক হয় জায়রা ওয়াসিমের। এরপর তিনি ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করেন। দুটি ছবিতেই সহশিল্পী হিসেবে তিনি আমির খানকে পেয়েছেন। জায়রা সম্প্রতি ‘স্কাই ইজ পিঙ্ক’ নামের একটি ছবির শুটিং শেষ করেছেন। এতে জায়রার সঙ্গে আছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আক্তার।

সারাবাংলা/আরএসও/

জায়সা ওয়াসিম বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর