প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়ন পেলেন ৫২ জন
২ জুলাই ২০১৯ ১৯:১২
আসছে ২৭ তারিখ অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। মঙ্গলবার (২ জুলাই) নির্বাচনের মনোনয়ন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন কমিশনার।
সাধারণ সদস্য ও সহযোগী সদস্য মিলে মোট ৫২ জনের তালিকা প্রকাশ করেছে সমিতি। যদি কেউ নির্বাচন করতে আগ্রহী না হন, তাহলে এই ৫২ জনই প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে।
সাধারণ সদস্যদের মধ্যে মনোনীত প্রার্থীর সংখ্যা ৪৩জন। তারা হলেন মো. মোজাম্মেল হক খান, সামসুল আলম, কালাম মো. কিবরিয়া (লিপু), খোরশেদ আহাম্মদ, হুমায়ন কবীর সুজন, আতিকুর রহমান লিটন, কাজী মো. ইসলাম মিয়া, মো. নাদির খান, খোরশেদ আলম খসরু, মেহেদী হাসান সিদ্দিকী মনির, নাদের চৌধুরী, মো. অঅলিম উল্যাহ, মো. মিরোজ মিয়া (ফিরোজশাহী), গোলাম মোস্তফা শিমুল, মো. ইকবাল, জাহিদ হোসেন, নাসির উদ্দিন, মো. শাহ আলম মন্ডল, রশিদুল আমিন হলি, এম. এন. ইস্পাহানী।
আরও পড়ুন : তামিল ছবিতে শাহরুখ খান!
মনোনীত প্রার্থীদের তালিকায় সাধারণ সদস্য হিসেবে আরও আছেন ইয়ামিন হক ববি, জাঁ-নেসার ওসমান, কামাল হাসান, ড্যানি সিডাক, মোরশেদ খান হিমেল, এ জেড এম জাহাঙ্গীর কবির, আরশাদ আদনান, মো. শাহ আলম, মো. আ. বাছেত, মোহাম্মদ হোসেন, মো. শহীদুল আলম, আশফাক আহমেদ, শরীফ উদ্দিন খান দিপু, আলমগীর আলম জোয়ার্দ্দার রানা (এ.জে. রানা), শরীফে চৌধুরী, ইলা জাহান নদী, শহীদুল্লাহ শহীদ, আনিসুর রহমান, রিপন মিয়া, অপূর্ব রায়, আবদুল্লাহ চৌধুরী, শামীম আলম, মাসুম আজিজ।
সহযোগী সদস্যদের মধ্যে মনোনীত প্রার্থীর সংখ্যা ৯ জন। তারা হলেন মামুনুর ইসলাম, জাহাঙ্গীর সিকদার, হেদায়েত উল্লাহ খান আজাদ, মো. রমিজ উদ্দিন, আসিকুর রহমান নাদিম, আজিজ আহমেদ পাপ্পু, মুহাম্মদ আব্দুল মজিদ মিয়া, বিপ্লব শরীফ, রড়ুয়া মনোজিত ধীমন।
চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রযোজক সমিতির নির্বাচন। প্রথম ধাপের ভোটে ১৯ জন প্রার্থী নির্বাচন করবেন ভোটাররা। দ্বিতীয় ধাপে নির্বাচিত ১৯ জনের মধ্য থেকে নির্বাচিত হবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের প্রার্থী।
এবার নির্বাচনে ১৯০ জন ভোটার ভোট প্রদান করবেন। এরমধ্যে রয়েছেন ১৪০ জন সাধারণ ভোটার, বাকি ৫০ জন সহযোগী ভোটার।
প্রযোজক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণায়লয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। তার সহযোগী হিসেবে আছেন মো.জালাল উদ্দিন। তিনিও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব। অন্য সদস্য হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারি প্রোগ্রামার মো.খাদেমুল ইসলাম।
এর আগে ২০১৬ সালে প্রযোজক নাসির হোসেনের করা রিটের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। পর পর তিনবার কেউ নির্বাচনে দাঁড়াতে পারবেন না— এফবিসিসিআইর অধীন সংগঠনের এমন নির্বাচনী রীতির খেলাপ করা হয়েছে মর্মে নাসির হোসেন বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। তার রিটের প্রেক্ষিতে আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেছিলেন।
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
. আট শিল্পী পেলেন জাতীয় চারুকলা পুরস্কার
. বায়োপিক ছবিতে ইমরান হাশমি
. ‘মৃত্যুপুরী’ এখন ‘অন্ধকার রাজত্ব’, শুরু হচ্ছে শুটিং