Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বাজারে ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘জিফাইভ’


৩ জুলাই ২০১৯ ১৬:৩২

সারাবিশ্বে বাংলাদেশের বিনোদন মূলক কনটেন্ট পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘জিফাইভ’। এদেশের শিল্পী ও নির্মাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি। রবি ও এয়ারটেল গ্রাহকরা এই সেবাটি গ্রহণ করবে পারবেন।


আরও পড়ুন :  ১৭ বছরে এনটিভি


বুধবার (৩ জুলাই) বাংলাদেশে ‘জিফইভ’র আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন জিফইভ’র গ্লোবাল চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী আইরিন সুলতানা, মাসুমা রহমান নাবিলা, মইনুল হাসান নোবেলসহ অনেকে।

আগামী এক বছরে বাংলা ভাষায় ছয়টি মেগা প্রকল্প নিয়ে কাজ করবে জিফাইভ। এর আওতায় এদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করবে প্ল্যাটফর্মটি। এছাড়া নতুন কনটেন্টে তরুণশিল্পীদের খুঁজতে একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামও আয়োজন করবে জিফাইভ।

রবি ও এয়ারটেল গ্রাহকরা দৈনিক সাত টাকায় অথবা সাপ্তাহিক ৪৫ টাকা সাবস্ক্রিবশন ফি দিয়ে এই সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় সংগীতের ভারতীয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগী মইনুল হাসান নোবেলের গান।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

.   নতুন মিশন নিয়ে ঢাকায় আসছে ‘স্পাইডারম্যান’

.   গল্পটা গল্পকারের

.   খুনি কে?


অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর