গান গেয়ে বিপাকে হানি সিং
৩ জুলাই ২০১৯ ১৮:৫৭
গান গেয়ে বিপাকেই পড়তে যাচ্ছেন জনপ্রিয় ভারতীয় র্যাপার হানি সিং। বেশ কিছুদিন আগে ‘মাখনা’ শিরোনামে একটি গান গেয়েছিলেন হানি। সেই গান নিয়েই গোল বেঁধেছে।
ভারতের পাঞ্জাব রাজ্যের মহিলা কমিশনের পক্ষ থেকে রাজ্য প্রশাসন ও পুলিশের কাছে গানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। আবেদনকারির অভিযোগ, মাখনা গানে মহিলাদের সম্পর্কে যেসব কথা ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত অপমানজনক। অভিযোগকারী স্বয়ং পঞ্জাব মহিলা কমিশনের চেয়ারপার্সন মনীষা গুলাটি।
আরও পড়ুন : দেশের বাজারে ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘জিফাইভ’
টি-সিরিজ গত ডিসেম্বরে মাখনা রিলিজ করে। গানটি গেয়েছেন হানি সিংহ, নেহা কক্কর-সহ কয়েকজন। গানে মহিলাদের উদ্দেশে কিছু শব্দ ব্যবহার হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে সেসব শব্দ নিয়েই। সেই শব্দগুলোকে অগ্রহণযোগ্য বলে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন মনীষা গুলাটি। গানের দৃশ্যও আপত্তিজনক দাবি গানটি নিষিদ্ধ করার আবেদন করেছেন তিনি।
মাখানা গানটি ইউটিউবেই প্রায় ২১ কোটি মানুষ দেখেছেন।
বিদেশি পত্রিকা অবলম্বনে
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. ১৭ বছরে এনটিভি
. নতুন মিশন নিয়ে ঢাকায় আসছে ‘স্পাইডারম্যান’
. গল্পটা গল্পকারের
. খুনি কে?