Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমান্টিক থ্রিলার ছবিতে জুটি বাঁধছেন জাহ্নবি ও ইশান


১৭ জুলাই ২০১৯ ১৭:০৬ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১৭:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহ্নবি কাপুর ও ইশান খট্টর—দুজনেরই একই সঙ্গে একই ছবি দিয়ে অভিষেক হয় বলিউডে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত ‘ধারাক’ সিনেমায় অভিনয় করে তারা শুরুটা ভালোই করেছিলেন। বক্স অফিসে সাড়াও ফেলেছিল ছবিটি।

এই জুটি দর্শক মনে জায়গা করে নেয়ার পাশাপাশি বলিউড বোদ্ধাদেরও নজর কেড়েছিল। এমনকি অনেক নির্মাতা তাদের বলিউডের ভবিষ্যত বলে আখ্যাও দিয়েছিলেন।


আরও পড়ুন :  মৌসুমী হামিদ-শিপনের নতুন ছবি ‘ভালোবাসার রাজকন্যা’


সম্ভাবনাময় এই জুটিকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করছেন করণ জোহর। সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, নতুন ছবিটি হতে যাচ্ছে রোমান্টিক থ্রিলার ঘরানার। ছবিটি পরিচালনা করবেন বিজয় নামবিয়ার। সূত্র আরও জানিয়েছে, আগামী বছর থেকে ছবির শুটিং শুরু হবে।

বিজ্ঞাপন

ফিল্মফেয়ারে প্রকাশিত খবরে এর বেশি কোনো তথ্য জানানো হয়নি। তবে জানিয়েছে, শিগগিরই ধর্মা প্রোডাকশন থেকে নতুন ছবির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

এদিকে জাহ্নবি এখন বেশকিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেসবের মধ্যে রয়েছে, ‘তখত’, ‘রুহ আফজা’, ‘কার্গিল গার্ল’ ও ‘দোস্তানা টু’। অন্যদিকে ইশান খট্টর আলী আব্বাস জাফরের ‘কালি পেলি’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম


আরও পড়ুন :

.   বলিউডও মজেছে ফেসঅ্যাপে

.   ‘মুন্না ভাই’ শুরুর অপেক্ষায় সঞ্জয়

.   শেষ হচ্ছে পাঁচ বছরের দীর্ঘ ধারাবাহিক ‘নোয়াশাল’

.   পর্ব প্রতি ৩ কোটি সম্মানী!


ঈশান খট্টর জাহ্নবী কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর