Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃত্বিক হবেন রাম, সীতা হবেন দীপিকা!


২ আগস্ট ২০১৯ ১৪:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো এক ছবিতে অভিনয় করতে চলেছেন হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন। খবর ডেকান ক্রনিকলের।

পরিচালক নীতেশ তিওয়ারি পৌরাণিক গ্রন্থ রামায়ন অবলম্বনে সিনেমা নির্মাণ করবেন। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশন। তার বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ছবির অন্যতম প্রযোজক মাধু মানতেনা ছবিতে দীপিকাকে নেয়ার পক্ষে মত জানিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। দীপিকাও বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ।

‘রামায়ন’ ছবিটি থ্রিডিতে নির্মিত হবে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায় নির্মাণ হবে বলে জানা গেছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন আল্লু অবিন্দ, নামিত মালহোত্রা ও মাধু মানতেনা।

বিজ্ঞাপন

এদিকে সম্প্রতি হৃত্বিক রোশন অভিনীত বায়োপিক ছবি ‘সুপার থার্টি’ বলিউড বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন রাজ্যে ছবিটির কর মওকুফ করা হয়েছে। এছাড়া হৃত্বিকের হাতে আছে ‘ওয়ার’ ও ‘কৃশ ৪’। অন্যদিকে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছাপাক’, ও ‘৮৩’ মুক্তি পাবে শিগগিরই।

দীপিকা রামায়ন হৃত্কি