Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি প্রচারণায় ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেলো ‘দেবী’


৪ আগস্ট ২০১৯ ১৪:৪৭

দেবী

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কাজ করে দেশের এবং দেশে কাজ করা বিদেশি ব্যবসায়ী বা ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের অনেক ধরণের কাজের মধ্যে ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড’ বেশি পরিচিত। পণ্যের বিক্রি, জনপ্রিয়তা, বিভিন্ন মাধ্যমে বিপণন পরিকল্পনায় সেরা দেশি-বিদেশি ব্র্যান্ডকে বছর ঘুরে পুরস্কৃত করা হয় ব্র্যান্ড ফোরাম প্ল্যাটফর্ম থেকে।

তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ভরা এই প্ল্যাটফর্ম থেকে এবার ‘দেবী’ ছবিটি সিনেমা জনসংযোগে (পিআর) পেয়েছে সেরা পুরস্কার অর্থাৎ গোল্ড এবং নতুন এজেন্সির ক্যাম্পেইনিং বিভাগে ‘দেবী’ পেয়েছে ব্রোঞ্জ পদক। ব্র্যান্ড ফোরাম প্ল্যাটফর্ম থেকে কোনো সিনেমার প্রচারণার জন্য পুরস্কার পাওয়ার ঘটনা এবারই প্রথম।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  নতুন গুজবে বিদ্যা


সরকারি অনুদান এবং অভিনেত্রী জয়া আহসানের প্রতিষ্ঠান সি-তে সিনেমা প্রযোজিত ছবিটি হয়েছে তুমুল জনপ্রিয়। ভালো ছবি হয়েছে বলেই মানুষের মুখে মুখে ছড়িয়েছে ছবিটির কথা। কিন্তু বর্তমান সময়ে শুধু মুখের কথায় হয় না, প্রয়োজন হয় ডিজিটাল মিডিয়া, পিআরসহ বিভিন্ন মাধ্যমের ক্যাম্পেইনিং।

দর্শকদের কাছে ‘দেবী’ ছবির খবরটি বার বার, বিভিন্ন উপায়ে ও কৌশলে পৌঁছে দেওয়ার কাজটি করেছে ‘পার্পলবট’ নামের একটি প্রতিষ্ঠান। দেবী সিনেমার জন্য এই প্রতিষ্ঠান থেকে মার্কেটিং কনসালটেন্ট টিমের প্রধান হিসেবে ছিলেন রুম্মান রশীদ খান। তিনি সারাবাংলাকে বলেন, ‘এই পুরস্কারটি কারো একার না। পার্পলবট এজেন্সি হয়তো পুরস্কারটি গ্রহণ করেছে। তবে এই পুরস্কারটির মূল দাবীদার জয়া আহসান ও তার সি তে সিনেমা টিম। জয়া আহসান ও আমার নেতৃত্ব সবাই নিজের মনে করে যেভাবে কাজ করেছে তা অবিশ্বাস্য। ধন্যবাদ, দেবী চলচ্চিত্রের পরিচালক অনম বিশ্বাসসহ সকল শিল্পী, কলাকুশলী, পরিবেশক, হল মালিক, সাংবাদিক ভাই-বোনেরা, সকল সহযোগী প্রতিষ্ঠান, ‘দেবী’ চলচ্চিত্রের ভক্ত-দর্শক সহ সবাইকে। এই পুরস্কারটি সবার।’

বিজ্ঞাপন

এবারের বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ডে ‘দেবী’ ছবির বিপণন কৌশল প্রতিদ্বন্দ্বিতা করেছে জনসংযোগ, ইনট্রিগেটেড ক্যাম্পেইনিং (সংহত প্রচার), নতুন এজেন্সির সেরা ক্যাম্পেইনিং এবং ডিজিটাল- এই চারটি বিভাগে।

এসব বিভাগে তার প্রতিদ্বন্দ্বি হিসেবে ছিল গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশে লিমিটেড, ও অ্যান্ড জেড সলিউশন, হাই ভোল্টেজ লিমিটেড, মিডিয়াকম লিমিটেড, মাইন্ডশেয়ার, মাস্টহেড পিআর এবং এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড।

ছোট পর্দা, ডিজিটাল প্ল্যাটফর্ম, ছাড়াও বিভিন্ন মাধ্যমে চলছে বা প্রদর্শন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনায় তৈরি করা বিজ্ঞাপন বা প্রচার সহায়িকা।


আরও পড়ুন :  

.   ‘স্ক্রিনশট’ আতঙ্কে অপূর্ব-সাবিলা

.   মিশন মঙ্গলের প্রোমোতে অক্ষয়ের বাংলা আবৃত্তি


জয়া আহসান দেবী ব্র্যান্ড ফোরাম সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর