Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার কাশ্মীর নিয়ে সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’


১৪ আগস্ট ২০১৯ ১৩:০০ | আপডেট: ১৪ আগস্ট ২০১৯ ১৫:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যখন কাশ্মীরের স্বায়ত্বশাসন বাতিল ও দ্বিখণ্ডিত করা হলো, তখন ধরেই নেয়া হয়েছিল বিষয়টি নিয়ে বলিউডে ছবি নির্মাণে ঘোষণা আসতে পারে। হলোও তাই। পরিচালক বিবেক অগ্নিহোত্রী কাশ্মীর নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবির নাম দেয়া হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।

বলিউড হাঙ্গামার তথ্যমতে, ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিষয়সহ কাশ্মীর সংক্রান্ত নানা ঘটনা এই ছবিতে দেখানো হবে।


আরও পড়ুন :  ‘ভালো সিনেমায় অভিনয়ের সামর্থ্য আছে আমার’


বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নির্মাণের ঘোষণা দিলাম। আগামী বছর ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে মুক্তি দেয়া হবে ছবিটি। এই ছবিতে কাশ্মীরে হিন্দুদের ওপর করা নির্যাতনের চিত্র তুলে ধরা হবে। আমাদের ইউনিটকে আশীর্বাদ করবেন, যেন সত্য ঘটনা সহজভাবে তুলে ধরতে পারি।

বিজ্ঞাপন

বিবেকের কথাতেই বোঝা যাচ্ছে তার ছবি সরকারি চোখে দেখা কাশ্মীরের চিত্রই উঠে আসবে। প্রতিফলন ঘটবে সরকারি দৃষ্টিভঙ্গিরই। সেখানে সাধারন কাশ্মীরিদের মনের কথার প্রতিফলন ঘটবে না।

পরিচালক বিবেক জানান, অনেক আগে থেকেই তার কাশ্মীর নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা ছিল তার। তিনি বলেন, কাশ্মীর নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা আমার অনেক দিনের। এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। ছবি নির্মাণে আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে।

ছবির নাম ঘোষণা করলেও, এই ছবির অভিনয়শিল্পীর নাম জানাননি পরিচালক। তবে জানিয়েছেন, অভিনয়শিল্পী খোঁজার কাজ চলছে।


আরও পড়ুন :  তারা নেই ৮ বছর


দ্য কাশ্মীর ফাইলস বিবেক অগ্নিহোত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর