‘সাহো’র বিরুদ্ধে নকলের অভিযোগ
৩১ আগস্ট ২০১৯ ১৬:৩৯
দক্ষিণী সিনেমা ‘সাহো’ মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তির পর ছবিটি নিয়ে ভারতবর্ষে হইচই পড়ে গেছে। তমিল তারকা প্রভাসের সঙ্গে শ্রদ্ধা কাপুরের রসায়ন ছবিটিতে ভিন্ন মাত্রা দিয়েছে। এছাড়া ধুন্দুমার অ্যাকশন তো রয়েছে। যার ফলে প্রথম দিনে ছবিটি সব ভাষার সংস্করণে ৮০ কোটি রুপি আয় করেছে।
আরও পড়ুন : তিন গুনী পেলেন ‘শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক’
এদিকে এই ছবির বিরুদ্ধে উঠেছে দৃশ্য নকলের অভিযোগ। আর এই অভিযোগ করেছেন অভিনেত্রী লিসা রয়। শিল্পী সিলো শিব সুলেমানের আঁকা একটি ছবি এই সিনেমার গানে বিনানুমতিতে ব্যবহৃত হয়েছে। ছবিটি আগে ‘বেবি ওয়ান্ট ইউ টেল মি’ গানে ব্যবহার করা হয়েছিল।
লিসা ‘সাহো’র পোস্টার শেয়ার করে প্রশ্ন তোলেন, এই ধরনের কাজ আর কতদিন ধরে চলবে? এবার ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করার সময় এসেছে। একটি বড় বাজেটের সিনেমার প্রযোজক সংস্থা কীভাবে অন্য একটি কাজ থেকে ছবি টুকে দেওয়ার মতো কাজ করতে পারেন, তা নিয়েও প্রশ্ন তোলেন লিসা। শুধু তাই নয়, সিলোর কাজ থেকে ছবি নেওয়ার সময় ‘সাহো’র নির্মাতারা একবারের জন্যও তার সঙ্গে যোগাযোগ করেননি।
আরও পড়ুন : বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় ম্যারাডোনাকে নিয়ে ওয়েব ধারাবাহিক