Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিংয়ে ফিরেছেন সৌমিত্র, সঙ্গে বাংলাদেশের নায়ক-নায়িকা


৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। একটু সুস্থ হয়ে বাড়ি ফিরতেই আবার পুরোদস্তুর কাজে নেমে পড়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবির নাম ‘রোমান্স’। পরিচালক শ্যামল বসু। সৌমিত্র ছাড়াও ওই ছবিতে দেখা যাবে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, দোলন রায়কে।


আরও পড়ুন :  আবারও ‘৫১ বর্তী’


এর আগে ‘দৃষ্টি’ নামের এক ছবিতে শ্যামল বসু’র পরিচালনায় কাজ করেছেন সৌমিত্র। ‘রোমান্স’ ছবিতে রয়েছে আরও এক নতুন চমক। ছবির নায়ক এবং নায়িকা দু’জনেই বাংলাদেশের। নাম লিবন এবং মেহেরিমা। খবর ভারতীয় গণমাধ্যমের।

ছবির নামটাই যখন ‘রোম্যান্স’ তখন তা যে আদ্যপান্ত রোমান্টিক ছবি হতে চলেছে তার আঁচ ভালভাবেই পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

গল্পের হিরোর দিন কাটে কলেজ আর পড়াশুনায়। কিন্তু ভালবাসার মানুষটার খোঁজ পায় না সে কিছুতেই। মেয়েরা যে তার জীবনে আসে না এমন নয়। বড় লোক বাবার ছেলে। নিজেও প্রতিষ্ঠিত সে। পাবে কি সে তার কাছের মানুষকে খুঁজে? এই নিয়েই গল্প বলবে ‘রোম্যান্স’।

সেপ্টেম্বরের ১৪ তারিখ থেকে শুরু হবে ছবির শুটিং। সব ঠিক থাকলে নভেম্বরে মুক্তি পাবে ‘রোমান্স’।


আরও পড়ুন :

.   জন্মদিনে অক্ষয়ের নতুন খবর

.   নিভৃত ‘মাসুদ রানা’র সঙ্গে এক সন্ধ্যায়…


কলকাতা সিনেমা সৌমিত্র চট্টোপাধ্যায়

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর