আলিয়া, রণভীর, ভিকি, সারা’র হাতে আইফা
১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৮
২০তম আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বসল চাঁদের হাট। বলিউডের কুশীলবরা পুরস্কৃত হলেন সেখানে। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শেষ রাতে আলিয়া ভাট, রণভীর সিং, ভিকি কুশল, অদিতি রাও হায়দারি, ঈশান খট্টর, সারা আলী খান, চলচ্চিত্র নির্মাতা শ্রীরাম রাঘাওয়ান এবং আরও অনেকের হাতে উঠলো পুরস্কার।
সঞ্জু ছবির জন্যে সেরা সহ-অভিনেতার পুরস্কার হাতে ভিকি কুশল
আলিয়া ভাট রাজি সিনেমার জন্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। রাজি ছবিতে একজন গুপ্তচরের চরিত্রে অভিনয়ে করে সমালোচকদেরও প্রশংসা পান ২৬ বছরের এই অভিনেত্রী আর জিতে নেন আইফা অ্যাওয়ার্ড। পাশাপাশি সেরা চলচ্চিত্র হিসেবেও পুরস্কার জিতে নিয়েছে রাজি ছবিটি।
‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয়ের জন্যে খলনায়ক ভূমিকায় সেরা অভিনেতা হিসাবে আইফা পুরস্কার তুলে দেওয়া হয় রণবীরকে। রাজি ও পদ্মাবত দুটি ছবিরই ১০ জন বিভিন্ন বিভাগে সেরার পুরস্কারের জন্যে মনোনয়ন পেয়েছিলেন। এর আগে ‘আন্ধাধুন’র পরে দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পায় এই ছবি দুটি।
আইফা পুরস্কারের ২০ বছর উদযাপন উপলক্ষে অভিনেত্রী দীপিকা পাডুকোন পেয়েছেন বিশেষ পুরস্কার
আন্ধাধুন, যে ছবিটি সর্বাধিক ১৩ টি শাখায় আইফা পুরস্কারের জন্যে মনোনয়ন পায় এবং ছবির পরিচালক, শ্রীরাম রাঘবন সেরা পরিচালকের পুরস্কার জিতে নেন।
ভিকি কুশল যিনি রাজি ছবিতেও অভিনয় করেছিলেন, তিনি অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জুর জন্যে সেরা সহ-অভিনেতার পুরস্কার পান। আর পদ্মাবত ছবিতে অভিনয়ের জন্য অদিতি রাও হায়দারি সহ অভিনেত্রী বিভাগে সেরার পুরস্কার জিতে নেন।
আইফা অ্যাওয়ার্ডে ক্যাটরিনা কাইফ
অভিনেত্রী সারা আলি খান কেদারনাথ ছবির জন্য সেরা নবাগতা অভিনেত্রী হিসাবে আইফা অ্যাওয়ার্ড পান, পাশাপাশি তারই সমসাময়িক ঈশান খট্টর ‘ধড়ক’ ছবিতে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতে নেন।
আইফা পুরস্কারের ২০ বছর উদযাপন উপলক্ষে, অভিনেত্রী দীপিকা পাডুকোন তার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর বিশেষ পুরস্কার জিতে নেন। রণবীর কাপুর ‘বরফি’ ছবিটির জন্যে সেরা অভিনেতার বিশেষ পুরস্কার পান। অন্যদিকে ‘থ্রি ইডিয়টস’র পরিচালক রাজকুমার হিরানির হাতে তুলে দেওয়া হয় সেরা পরিচালকের বিশেষ পুরস্কার।
ঈশান খট্টর ‘ধড়ক’ ছবিতে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতে নেন
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির জন্য পুরস্কার পান প্রীতম। গত ২০ বছরের সেরা চলচ্চিত্র হিসাবে একটি বিশেষ পুরস্কার জিতে নেয় ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবিটি।
স্ত্রী দীপিকা পাড়ুকোন-কে মঞ্চে উঠতে সাহায্য করছেন স্বামী রণভীর সিং
ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্যে বিশেষ সম্মান জানানো হয় প্রবীন কোরিওগ্রাফার সরোজ খানকে। তার হাতে পুরস্কার তুলে দিয়ে ওই কোরিওগ্রাফারকে প্রণাম জানান মাধুরী দীক্ষিত। শোলে, ব্রহ্মচারী, আন্দাজ আপনা আপনা ও অন্যান্য ছবিতে দমফাটা হাসি উপহার দেওয়ার জন্যে কৌতুক অভিনেতা জগদীপকেও একটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
তথ্যসূত্র: এনডিটিভি