Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরবের ‘চন্দ্রাবতী’ উষ্ণ হক


১৯ অক্টোবর ২০১৯ ১৪:৪৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার নায়িকা নিয়ে কাজ করার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন নির্মাতা রফিক শিকদার। তিনি তার নতুন ছবি ‘বসন্ত বিকেল’র জন্য আস্থা রেখেছেন দেশি নতুন নায়িকার উপর। শুক্রবার (১৮ অক্টোবর) তিনি উষ্ণ হক নামের মডেলকে তার ছবির ‘চন্দ্রবতী’ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ করেছেন।


আরও পড়ুনঃ  বিধ্বস্ত সাইফ আলী খানের লাল কাপ্তান


রফিক সিকদার বলেন, কলকাতার নায়িকা নিতে চেয়েছিলাম। কয়েকজনের সাথে কথাও বলেছিলাম। পরবর্তীতে মনে হয়েছে, ছবিটির জন্য দেশি নায়িকা নির্বাচন করা উচিত। সেই ভাবনা থেকে নতুন নায়িকা নিয়ে কাজ করছি। বলতে পারেন, চরিত্রের প্রয়োজনে নতুন নায়িকা নিয়েছি।

নির্মিতব্য ‘বসন্ত বিকেল’ ছবিতে নায়ক হিসেবে থাকবেন নিরব। মাস খানেক আগে তিনি এই ছবিতে অভিনয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, সমাজে বসবাসকারী সংখ্যালঘু মানুষদের নিয়ে এই ছবির গল্প। তিনটি চরিত্রের মাধ্যমে সংখ্যালঘু মানুষদের দুঃখ, বেদনা আর হাহাকারের কাহিনী তুলে ধরা হবে।

পরিচালক জানিয়েছেন, এফডিসিতে পয়লা নভেম্বর ছবির মহরত অনুষ্ঠিত হবে। ওই মাসের মাঝমাঝি সময়ের দিকে ছবির দৃশ্য ধারণের কাজ শুরু করবেন। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও করেছেন পরিচালক নিজেই।


আরও পড়ুনঃ

.   সিনেমায় এক হবে দুই বাংলা, আশাবাদী দুই বাংলার তারকারা

.   হাসপাতাল ছেড়েছেন অমিতাভ


 

উষ্ণ হক নিরব রফিক সিকদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর