Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগরে আসছে নতুন পুলিশ


৭ ডিসেম্বর ২০১৭ ১৫:২৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৭ ১৫:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনোদন ডেস্ক:

রংবাজদের দিন শেষ। কারণ, আসছেন সিমবা! সব মন্দকে এক হাত নিতে সিমবা আসছে পুলিশ হয়ে। আর এই চরিত্রে অভিনয় করবেন বি-টাউনের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। এই প্রথম তিনি অভিনয় করছেন পুলিশ চরিত্রে। কোন শহরে, কোন থানায় তার চাকরি, তা জানা জায়নি এখনো।

তবে পুলিশের পোশাকে সিমবা বড় পর্দায় আসবেন ২০১৮ সালের ২৮ ডিসেম্বর, তা নিশ্চিত করেছেন ছবির সহ-প্রযোজক করন জোহর। সম্প্রতি সিমবা সিনেমায় রণবীরের প্রথম ঝলক টুইট করেছেন করন। প্রযোজকের মতো ছবির পরিচালকের নামও এক চমক। তিনি হলেন গোলমাল খ্যাত পরিচালক রোহিত শেঠি।

কিছুদিন আগে রণবীরকে নিয়ে কাজ করার ঘোষণা দেন রোহিত। তিনি বলেন, ‘আমি রণবীরকে নিয়ে এমন ছবি বানাতে চাই, যা হবে অ্যাকশনে ভরপুর। অ্যাকশনের এত সিকোয়েন্স রাখতে চাই, এত যে, রণবীরও অ্যাকশন সিকোয়েন্সে এত কাজ করেনি এখনো। সে প্রচন্ড অ্যানার্জেটিক। রণবীরের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করে, তার সম্পর্কে আমার এই ধারণা।’

বিজ্ঞাপন

সিনেমায় অ্যাকশন ও কমেডি প্রেমীদের জন্য সিমবা আনন্দ নিয়ে এলেও, মৌলিক গল্প খোরদের জন্য সিমবা বিষাদময়। কারণ তেলেগু সুপারস্টার এন টি রামা রাও জুনিয়র অভিনীত ‘টেম্পার’ ছবির সাথে সামবার কিছু অংশে মিল খুঁজে পাবেন দর্শকরা। তবে সামবা কিন্তু টেম্পার ছবির রিমেক না। আর রোহিতও পাকা পথিক এই পথে। অনুপ্রাণিত হওয়ার জন্য আগেই নিয়ে রেখেছেন অনুমতি। রণবীরের বিপরীতে কে থাকবেন, তা এখনো চূড়ান্ত করেনি কোনো সূত্র।

সারাবাংলা/পিএ/পিএম

রণবীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর