এন্টারটেইনমেন্ট ডেস্ক:
হলিউড বলিউড মিলিয়ে চলতি বছরে ছয়টি সিনেমা নিয়ে আসছেন ইরফান খান। এরইমধ্যে গুছিয়ে এনেছেন সিনেমাগুলোর কাজ। কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির প্রতীক্ষায়। আপাতত একটি ছবির প্রচারণাতেই ব্যস্ত সময় পাড় করছেন ইরফান। ‘ব্ল্যাক মেইল’ শিরোনামের সেই ছবির টিজার বেড়িয়েছে বুধবার (১৪ ফেব্রুয়ারি)।
‘ব্ল্যাকমেইল’ নামটি রাশভারি শোনালেও ছবিটি মূলত কমেডি ধাঁচের। মুভির প্রধান চরিত্রে ইরফানের সঙ্গে অভিনয় করবেন কৃতি কুলহারি। ছবিটির টিজারে শর্টস পরিহিত ‘অর্ধনগ্ন’ ইরফানকে বেশ আমুদে মনে হয়েছে। ছবির পোস্টারেও ইরফান এসেছেন অন্যরকম ভাবে। মুখ ঢাকা একটা শপিং ব্যাগে শুধু চোখ দুটোর জায়গাটি ছিদ্র করা। নিজের টুইটারে ছবিটি শেয়ার করেছেন ইরফান।
‘ব্ল্যাকমেইল’ প্রসঙ্গে ইরফান বলেন, ‘কমেডি ছবি ব্ল্যাকমেইলের টিজার। এটি আমার পরবর্তী ছবি। পরিচালনায় ‘আভিনায় দেও’ আর প্রযোজনা টি-সিরিজ ও আরডিপি মোশন পিকচার্স। ছবিটির ট্রেলার আসবে ২২ ফেব্রুয়ারি।’
পরিচালক এর আগে ‘দিল্লী বেলি’ নামের একটি সিনেমা পরিচালনা করেছিলেন। সেই ছবিটিও ছিলো কমেডিতে ভরপুর। ধারণা করা হচ্ছে ৬ এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটিও ‘দিল্লী বেলি’র চেয়ে কোন অংশে কম হবে না।
সারাবাংলা/টিএস/পিএ