Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিনা রাসেলের ‘তোমার প্রিয় কে’


১০ ডিসেম্বর ২০১৯ ১৭:০৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৭:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৪ সালে কণ্ঠশিল্পী টিনা রাসেল প্রকাশ করেছিলেন তার প্রথম অ্যালবাম ‘আজ কি বৃষ্টি হবে?’। জুলফিকার রাসেলের লেখা সেই অ্যালবামের কিছু গান-ভিডিও আকারে প্রকাশের উদ্যোগ নিয়েছেন এই শিল্পী। তারই ধারাবাহিকতায় এলো ‘তোমার প্রিয় কে’ গানের ভিডিও। গানটির সুর করেছেন পশ্চিমবঙ্গের রাঘব চ্যাটার্জি।

সম্প্রতি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন ও গতকাল টিনা রাসেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।

গানের মিউজিক ভিডিও প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘বেশ কিছুদিন হলো আমার ইউটিউব চ্যানেলটি সাজানোর পরিকল্পনা করছি। মূলত এ ধরনের গানগুলোই সেই উদ্যোগ নেওয়ার প্রেরণা জুগিয়েছে। এমন আরও কিছু গানের মিউজিক ভিডিও করার ইচ্ছে আছে।’

বিজ্ঞাপন

জুটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘তোমার প্রিয় কে’ গানটির ভিডিও ধারণ করা হয়েছে সিলেটে।

গানের লিংক:

https://youtu.be/gdMwoAqDSTw

জুলফিকার রাসেল টিনা রাসেল তোমার প্রিয় কে মিউজিক ভিডিও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর