Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’


৭ ডিসেম্বর ২০১৭ ২০:৩৪

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটি আমার ভালো লাগে। আপেল মাহমুদের সুরে গোবিন্দ হালদারের লেখা এই গানটি শুনলে মনে হয় মুক্তিযুদ্ধ আমি দেখতে পাচ্ছি। কি মায়া, কি প্রেম, দেশের প্রতি কি প্রেম এই গানে! ছোটবেলায় এই গানটি অসংখ্যবার গেয়েছি। বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে এই গান গেয়ে পুরস্কারও পেয়েছি।

আরেকটি গান আছে ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’। আবুল কাশেম সন্দীপের লেখায় সুজেয় শ্যামের সুরে এই গানটিও আমি অসংখ্যবার গেয়েছি।

তবে মুক্তিযুদ্ধের ‍বাইরে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি আমার ভীষণ প্রিয়। ১৯৭১ এ আমাদের সবার একটাই লক্ষ্য ছিল, দেশকে স্বাধীন করা। বর্তমানে হয়তো আমাদের একেক জনের রাজনৈতিক দর্শন একেক রকম কিন্তু বঙ্গবন্ধুতো সবার। এ নিয়ে কোনও প্রশ্ন থাকা উচিত না।

সারাবাংলা/তুসা/পিএম

আপেল মাহমুদ আবুল কাশেম সন্দীপ গোবিন্দ হালদার ন্যান্সি বঙ্গবন্ধু সুজেয় শ্যাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর