Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাদের হাতে উঠলো এবারের গোল্ডেন গ্লোব


৬ জানুয়ারি ২০২০ ১১:২৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে হয়ে গেলো গোল্ডেন গ্লোবের জমজমাট ৭৭তম আসর। এবারের আসরে রাসেল ক্রো, ব্র্যাড পিট আর কোয়ান্তিন তারান্তিনোর মতো বড় তারকাদের হাতে পুরস্কার যেমন উঠেছে তেমনি পুরস্কার পেয়েছেন উঠতি তারকারাও। আবার ভাগ্য ফসকে আল পাচিনো, লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং জেনিফার অ্যানিস্টনের মতো সুপারস্টারের। ওদিকে কান-এর পর গোল্ডেন গ্লোবেও বাজিমাত করলো দক্ষিন কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’। জয় করে নিয়েছে বিদেশি ভাষার সেরা ছবির পুরস্কার।
বছরের প্রথম বড় এই পুরস্কারের আসরে কাদের হাতে উঠলো এবারের গোল্ডেন গ্লোব, চলুন জানা যাক।

বিজ্ঞাপন

সেরা অভিনেতা (টিভি সিরিজ, মিউজিক ও কমেডি)
রামি ইউসুফ (র‌ামি)

সেরা অভিনেতা (টিভি মুভি)
রাসেল ক্রো (দ্য লাউডেস্ট ভয়েস)

সেরা সহ অভিনেতা (টিভি মুভি)
স্টেলান স্কারসগার্ড (চেরনোবিল)

টিভি সিরিজ
সাকসেসিয়ন

সেরা অভিনেত্রী (টিভি সিরিজ, মিউজিক ও কমেডি)
ফোবি ওয়ালার (ফ্লাইব্যাগ)

সেরা মোশন পিকচার, বিদেশী ভাষা
প্যারাসাইট

সেরা চিত্রনাট্য, মোশন পিকচার
কোয়ান্তিন তারান্তিনো, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড

সেরা অভিনেতা, টিভি সিরিজ
ব্রায়ান কক্স, সাকসেসিয়ন

সেরা মোশন পিকচার, অ্যানিমেটেড
মিসিং লিঙ্ক

সেরা সহ অভিনেত্রী, মোশন পিকচার
লরা ডার্ন, (ম্যারেইজ স্টোরি)

সেরা সহ অভিনেত্রী, টিভি মুভি
প্যাট্রিসিয়া আরকিট, (দ্য অ্যাক্ট)

বেস্ট অরিজিলান সং, মোশন পিকচার
আই এম গনা লাভ মি এগেইন (রকেটম্যান)

সেরা অভিনেত্রী, টিভি মুভি
মিশেল উইলিয়ামস, ফোস/ভার্ডন

সেরা মোশন পিকচার, নাটক
1917

সেরা টিভি মুভি বা লিমিটেড সিরিজ
চেরনোবিল

সেরা টিভি সিরিজ, মিউজিক ও কমেডি
ফ্লাইব্যাগ

সেরা অভিনেত্রী, টিভি সিরিজ, ড্রামা
অলিভিয়া কোলম্যান

সেরা সহ অভিনেতা, মোশন পিকচার
ব্র্যাড পিট, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড

সেরা অভিনেতা, মোশন পিকচার, মিউজিক ও কমেডি
তারন এগারটন, রকেটম্যান

সেরা অভিনেত্রী, মোশন পিকচার, ড্রামা
রেনি জেলওয়েজার, জুডি

সেরা অভিনেতা, মোশন পিকচার, ড্রামা
জোয়াকিন ফিনিক্স, জোকার

সেরা পরিচালক, মোশন পিকচার
স্যাম মেন্ডেস, 1917

সেরা অভিনেত্রী, মোশন পিকচার, মিউজিক ও কমেডি
আউকওয়াফিনা, দ্য ফেয়ারওয়েল

সেরা মোশন পিকচার, মিউজিক ও কমেডি
ওয়ানস আপন আ টাইম ইন হলিউড

সেরা অরিজিনাল স্কোর, মোশন পিকচার
হিলডুর গুনাদেটিরির, জোকার

বিজ্ঞাপন

৭৭তম গোল্ডেন গ্লোব গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর